1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নয় বসন্তের প্রতিভার বলি কলকাতায়

১৪ ফেব্রুয়ারি ২০১১

সন্দীপ মন্ডল৷ বয়স বেশি নয়৷ মাত্র নয় বছর৷ ভারতের কলকাতায় বাস৷ সিডি-ডিভিডি ভাড়া দেওয়ার ছোট্ট দোকান রয়েছে বাবার৷ ছোট্ট থেকেই তীব্র ঝোঁক নাচ-গান আর শিল্পের দিকে৷

https://p.dw.com/p/10Ggb
প্রশ্নের মুখে শিশুদের নিয়ে এমন রিয়ালিটি শোছবি: AP

বলিউডের নামি-দামি তারকাদের দিকে চেয়ে চেয়ে একদিন জনপ্রিয় তারকা বনে যাওয়ার শখ দানা বাঁধে সন্দীপের ছোট্ট মনে৷ কিন্তু বাবার অবস্থা তেমন সচ্ছল না হওয়ায় প্রাতিষ্ঠানিক কোন প্রশিক্ষণের সুযোগ জোটেনি সন্দীপের ভাগ্যে৷ তবুও একের পর এক বেশ কিছু টেলিভিশন চ্যানেলের রিয়ালিটি শো'র জন্য নাচের অডিশনে হাজির হয়েছে সন্দীপ৷ কিন্তু সব আসরেই ব্যর্থ৷ তবুও হার মানতে নারাজ সন্দীপ৷

শুক্রবার অন্য একটি টিভি চ্যানেলের অডিশনে যাওয়ার জন্য মার কাছে টাকা চায়৷ সংসারে অভাবের কথা বলে মা জানিয়ে দেন, এতো খরচ করা সম্ভব নয় তাদের পক্ষে৷ এ কথা বলে মা কাজে চলে যান৷ কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন, অভিমানী শিশু সন্দীপ ছাদের সাথে ঝুলে আত্মহত্যা করেছে৷ প্রতিবেশীরা জানিয়েছেন, ছোট্ট থেকেই টিভি দেখে নাচ শিখেছে সন্দীপ৷ গত কয়েক মাসে পাঁচ থেকে ছয়টি অডিশনে সে অংশ নেয়৷ কিন্তু কোনটিতেই বাছাই তালিকায় নাম ওঠেনি তার৷ ফলে এতো অল্প বয়সেই হতাশায় ডুবে যায় এই ক্ষুদ্র নাচিয়ে৷ মাত্র নয়টি বসন্ত পেরোতেই ঝরে পড়ে এই সম্ভাবনাময় ফুলটি৷

গত মাসেই মুম্বই শহরে আত্মহত্যা করে ১১ বছর বয়সের এক মেয়ে৷ জানা গেছে, সেও বেশ কিছু টিভি চ্যানেলে নাচের প্রতিযোগিতায় হাজির হয়েছিল৷ কিন্তু তার বাবা-মা মনে করছিল যে, এটা তার লেখাপড়ার ক্ষতি করছে৷ তাই মেয়েটির নাচের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল৷ যার ফল ছিল অভিমানী মেয়ের চরম সিদ্ধান্ত - আত্মহত্যা৷

এই সুপ্ত প্রতিভা মুম্বইয়ের মেয়েটি এবং সন্দীপের আত্মহত্যার পর প্রশ্ন উঠেছে টিভি চ্যানেলগুলোর রিয়ালিটি শো'র দায়-দায়িত্ব নিয়ে৷ ভারতে বেশ কিছু টিভি চ্যানেল নাচ প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছে৷ আর এসব প্রতিযোগিতায় লড়াই করতে আসে মাত্র পাঁচ থেকে ছয় বছরের কোমলমতি শিশুরা৷ অথচ জীবনের চাওয়া-পাওয়া, সফলতা-ব্যর্থতা নিয়ে সঠিক হিসেব কষার বয়স তাদের এখনও হয়নি৷ তাই ভারতের শিশু অধিকার রক্ষা বিষয়ক জাতীয় পরিষদ সুপারিশ করেছে এই ধরণের প্রতিযোগিতায় ১৬ বছরের কমবয়সি শিশুদের অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপের৷

প্রতিবেদন : হোসাইন আব্দুল হাই

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়