1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পক্ষীমানব রসূল আমিন

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
৯ অক্টোবর ২০১৭

উত্তর কলকাতার টালা ব্রিজের কাছে প্রতিদিন তিনি পাখিদের খাবার, জল দেওয়ায় ব্যস্ত থাকেন৷ স্থানীয় মানুষ তাই তাঁর নাম দিয়েছেন পক্ষী মানব৷ তবে কেবল পাখি নয়, সহায়-সম্বলহীন মানুষদেরও তিনি সাহায্য-সহযোগিতা করে থাকেন৷ তিনি রসূল আমিন৷

https://p.dw.com/p/2lV0P

তৃষ্ণার্তকে জল দেন, ক্ষুধার্তকে খাবার৷ তবে তারা সব শহরের পাখ-পাখালি৷ রসূল আমিন৷ রোজ সকালে উত্তর কলকাতার টালা ব্রিজের কাছে দেখা যায় মানুষটিকে৷ পাখিদের খাবার, জল দেওয়ার ব্যবস্থা করতে ব্যস্ত৷ পাখিরাও জেনে গেছে৷ ঠিক সময়ে তারা চলে আসে৷ পায়রা, চড়ুই, কাক, শালিক৷ স্থানীয়রা রসূল আমিনের নাম দিয়েছেন ‘‌বার্ডম্যান’‌ বা পক্ষীমানব৷ চিন্তার অন্ত নেই তাঁর৷ পাখিদের গরমে জল তেষ্টা বেশি পায়৷ রসূল আমিন পয়সা খরচ করে জল কেনেন নিয়মিত, পাখিদের জন্যে৷ অবশ্য শুধু পাখি নয়, পথবাসী সহায়-সম্বলহীন মানুষদের জন্যও তাঁর প্রাণ কাঁদে৷ তাঁদেরও তিনি খেতে দেন সাধ্যমত৷ যেমন গরমের সময় তিনি বাসযাত্রীদের বাতাসা–জল খেতে দেন৷ এবং রসূল আমিন এই নিঃস্বার্থ সমাজসেবা করেন তাঁর সঞ্চিত অর্থ থেকে৷ তাঁর ছেলেরাও কিছু কিছু সাহায্য করে৷ স্বার্থপর এই সময়ে, সেবাধর্মের বাতিস্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছেন মানুষটি৷