1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পন্থের পাশে সৌরভ, বললেন, সবসময় মাস্ক পরা সম্ভব নয়

১৮ জুলাই ২০২১

করোনা বিতর্কে ঋষভ পন্থের পাশেই দাঁড়ালেন বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়।

https://p.dw.com/p/3wYzo
ঋষভ পন্থের পাশে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। ছবি: Getty Images/AFP/P. Paranjpe

যখন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলেন, তখন সবসময় ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন, এখন বোর্ডের সভপতি হয়েও একইরকমভাবে তিনি বিতর্কে বিদ্ধ প্লেয়ারের পাশেই থাকলেন। সম্প্রতি যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ঋষভ পন্থ। তার আগে তিনি ইউরো কাপের ফাইনাল ম্যাচ দেখতে গিয়েছিলেন। সেখানে মাস্ক পরেননি। মাস্ক ছাড়া ছবি পোস্ট করেছেন পন্থ নিজেই।

পন্থ এখন নিভৃতবাসে। তিনি ছাড়াও নিভৃতবাসে আছেন ঋদ্ধিমান সাহা এবং অভিমন্যু ঈশ্বরন। তার পন্থের সংস্পর্শে এসেছিলেন। পন্থের ওই ছবি দেখে নেটমাধ্যমে সমালোচনার ঝড় বইছে। প্রশ্ন উঠেছে, কেন পন্থ মাস্ক পরেননি? ক্রিকেটারদের বোর্ডের সচিব জয় শাহ লিখিতভাবে জানিয়েছিলেন, সকলে যেন করোনা নিয়ে সতর্ক থাকেন। উইম্বলডন বা ইউরো কাপের খেলা দেখতে না যান। পন্থ সে সব পরামর্শ মানেননি।

এই অবস্থায় সৌরভ অবশ্য পন্থের পাশে দাঁড়িয়েছেন। নিউজ ১৮-কে দেয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘‘আমরা উইম্বলডন ও ইউরোয় দেখেছি, নিয়ম বদল করে দর্শকদের মাঠে ঢুকতে দেয়া হয়েছে। ক্রিকেটাররা সেসময় ছুটিতে ছিল। আর সবসময় মাস্ক পরে থাকা শারীরিক দিক থেকে অসম্ভব।’’ সৌরভ এটাও জানিয়ে দিয়েছেন, ‘‘পন্থকে নিয়ে কোনো চিন্তা নেই। তিনি ঠিকই খেলতে পারবেন।’’

ইংল্যান্ডের সঙ্গে ভারতের প্রথম টেস্ট আগামী ৪ অগাস্ট। তার আগে পন্থের সুস্থ হয়ে মাঠে ফেরার সময় থাকছে। কিন্তু প্রশ্ন উঠেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান হিসাবে সৌরভ কি ঠিক কথা বলেছেন? ভারতে নিয়ম হলো, বাইরে বেরলেই মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মাস্ক না থাকলে পুলিশ জরিমানাও করছে। ইংল্যান্ডেও করোনা ছড়াচ্ছে। সেখানে পন্থ বেপরোয়া হতে গিয়ে নিজে করোনায় আক্রান্ত হয়েছেন, দলকেও বিপাকে ফেলেছেন। আর তার পক্ষ নিতে গিয়ে সৌরভও বেফাঁস মন্তব্য করেছেন। পন্থ স্টেডিয়ামে ভিড়ের মধ্যে ছিলেন। সেখানে কেন তিনি মাস্ক পরবেন না? আর তার পাশে দাঁড়িতে গিয়ে সৌরভই বা এই করোনাকালে কী করে মাস্ক না পরাকে সমর্থন করলেন? প্রশ্নটা তো সবসময় মাস্ক পরা নিয়ে নয়, ভিড়ের মধ্যে মাস্ক না পরা নিয়ে।

জিএইচ/এসজি(নিউজ১৮, পিটিআই)