1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরমাণু জ্বালানি উৎপাদনের ঘোষণা দিল ইরান

৮ ফেব্রুয়ারি ২০১০

পশ্চিমা দেশগুলোর মতামতকে এক প্রকার তোয়াক্কা না করেই উচ্চ মাত্রার পরমাণু জ্বালানি উৎপাদন শুরুর ঘোষণা দিয়েছে ইরান৷ রোববার ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এই ঘোষণা দেওয়ার পর পশ্চিমা দেশগুলো তীব্র প্রতিক্রিয়া জানায়৷

https://p.dw.com/p/LvFb
পশ্চিমা বিশ্বকে থোড়াই কেয়ার করেন আহমাদিনেজাদছবি: AP

ইরানের পরমাণু জ্বালানি উৎপাদন নিয়ে গত বেশ কয়েকদিন ধরে আন্তর্জাতিক মহল ও ইরানি সরকারের মধ্যে টানা হেঁচড়া চলছে৷ স্বল্প মাত্রার ইউরেনিয়াম অন্য দেশে পাঠানোর প্রস্তাব প্রথমদিকে না মানলেও চলতি সপ্তাহে তাতে ইতিবাচক সাড়া দেয় ইরান৷ তবে এরপরও আন্তর্জাতিক মহলের পুরোপুরি আস্থা অর্জন করতে পারেনি দেশটি৷ এই অবস্থাতেই রোববার ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ উচ্চ মাত্রার পরমাণু চুল্লি জ্বালানি উৎপাদনের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে ইরানের টেলিভিশন৷ এসময় তিনি বলেন, ‘আমরা তাদের চুক্তির জন্য দুই থেকে তিন মাস সময় দিয়েছিলাম৷ এখন তারা নতুন করে খেলা শুরু করেছে এবং আমি ড. সালেহিকে বলেছি সেন্ট্রিফিউজ ব্যবহার করে ২০ শতাংশ প্রবৃদ্ধিতে জ্বালানি নির্মান করার জন্য৷ তবে আলোচনার দ্বার এখনও উন্মুক্ত৷'

Techniker in iranischer Uran-Aufbereitungsanlage
পরমাণু শক্তি কেন্দ্রে কর্মরত ইরানি বিজ্ঞানীছবি: AP

এদিকে ইরানের পরমাণু জ্বালানি সংগঠনের প্রধান ড. আলি আকবর সালেহি আল আলাম টেলিভিশনকে রোববার বলেছেন, আমরা আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থাকে আগামীকাল চিঠি দেবো৷ তাতে আমরা বলবো যে আমরা মঙ্গলবার থেকে ২০ শতাংশ হারে সমৃদ্ধ জ্বালানি উৎপাদন শুরু করতে যাচ্ছি৷

এদিকে ইরানের নতুন এই ঘোষণায় তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা দেশগুলো৷ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এক সংবাদ সম্মেলনে বলেছেন যদি আন্তর্জাতিক মহল এক হয়ে দাঁড়ায় এবং ইরানি সরকারকে চাপ দেয়, তাহলে আমি মনে করি নিষেধাজ্ঞা আরোপের আরও সময় এখনও রয়েছে৷ অন্যদিক মার্কিন ডেমোক্রেট সিনেটর জন কেরি বলেছেন, ‘আমি মনে করি পরিস্থিতি কিভাবে শান্ত করা যায় সে ব্যাপারে আন্তর্জাতিক মহলের বার্তাটি এখনও ইরান বুঝে উঠতে পারছে না৷ মনে হচ্ছে তারা বিরোধই চাচ্ছে এবং এভাবেই এগোতে চাচ্ছে৷'

এদিকে জার্মান প্রতিরক্ষামন্ত্রী কার্ল থিওডর সু গুটেনবেয়ার্গ বলেছেন, ইরানকে বুঝিয়ে দেওয়া উচিত যে ধৈর্য এখন শেষ পর্যায়ে৷ তবে নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য চীন এখনও আলাপ আলোচনার পক্ষে৷ তারা এখনই ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধী৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়