1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবার পরিকল্পনা কর্মকর্তার ১১ সন্তান!

৮ নভেম্বর ২০১০

বর্তমানে বিদ্যুৎ সংকট সহ নানা সংকটের জন্য বিরোধীদের দায়ী করলেন বর্তমান প্রধানমন্ত্রী৷ রয়েছে ঢাকায় আরো একটি ভবন হেলে পড়ার খবর৷ আর ক্রিকেটারদের প্রশ্নবিদ্ধ আচরণ নিয়ে প্রতিবেদন৷

https://p.dw.com/p/Q1Cw
বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণ এক বড় ইস্যু (ফাইল ফটো)ছবি: DW

সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ

‘বিদ্যুৎ সংকটের কথা ওদের মুখে মানায় না' - দৈনিক সমকাল করেছে এই শিরোনাম৷ কুমিল্লায় এক জনসভায় এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বিগত সরকারের সমালোচনা করে তিনি জানান, বর্তমান সরকার ২০১৩ সালের মধ্যে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা করছে৷ এই সমাবেশ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা চান প্রধানমন্ত্রী'৷ মানুষের মৌলিক সমস্যা সমাধানে সরকারের নেওয়া কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা চেয়েছেন হাসিনা৷ দৈনিক ইত্তেফাকের কথায়, ‘লুটপাটকারীরাই অস্থিরতা সৃষ্টি করছে'৷

ঢাকায় ভবন হেলে পড়েছে

দৈনিক প্রথম আলোর শিরোনাম, ‘আবার হেলে পড়েছে ভবন'৷ ঢাকার কলাবাগানে নির্মীয়মান একটি সাততলা ভবন হেলে পড়েছে৷ ভবনটি যেদিকে হেলে পড়েছে, সেদিকের আরেকটি ১৬ তলা ভবনেও ফাটল ধরেছে৷ একই বিষয়ে দৈনিক সমকাল জানাচ্ছে, ‘রাজধানীতে সাততলা ভবন দেবে গেছে'৷ পিলার ভেঙ্গে ভবনটির নিচ তলা পুরোটাই মাটির নিচে দেবে গেছে৷ এই বিষয়ে সর্বশেষ খবর জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ হেলে পড়া ভবনটির আশেপাশের অন্যান্য ভবনের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়েছেন৷ এটিকে ভাঙার পরিকল্পনাও চলছে৷ দুর্ঘটনাস্থলে অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী৷

ক্রিকেটারদের প্রশ্নবিদ্ধ আচরণ

ক্রিকেটারদের প্রশ্নবিদ্ধ আচরণ নিয়ে দৈনিক কালের কণ্ঠ একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে৷ শিরোনাম, ‘ক্রিকেট তারকাদের প্রশ্নবিদ্ধ আচরণ'৷ ভক্ত, সমর্থক, প্রাক্তন ক্রিকেটার এমনকি মিডিয়ার সঙ্গে বর্তমান ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড়ের অস্বস্তিকর আচরণের খতিয়ান তুলে ধরেছে কালের কণ্ঠ৷ এঁদের মধ্যে দলের বর্তমান ও সাবেক অধিনায়কও রয়েছেন৷ তবে, হালের সব খেলোয়াড়ের আচরণ এমন নয় বলেও জানিয়েছে দৈনিকটি৷

পরিবার পরিকল্পনা কর্তার ১১ সন্তান

‘একজন আদর্শ পরিবার পরিকল্পনা কর্মকর্তা!' পরিবার পরিকল্পনায় বর্তমানের শ্লোগান হচ্ছে ‘দুটি সন্তানের অধিক নয়, একটি হলেই ভালো হয়'৷ অথচ এক পরিবার পরিকল্পনা পরিদর্শকের সন্তান ১১ জন! তিনি নিজে অবশ্য তাঁর সন্তানের সংখ্যা পাঁচ বলে উল্লেখ করেছেন৷ কিন্তু দৈনিক সমকালের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আসল খবর৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়