1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবেশবান্ধব কেঁচোসারে স্বাবলম্বী নাসরিন

১ মার্চ ২০২১

পরিবেশবান্ধব কেঁচোসার উৎপাদন ও বিক্রি করে স্বাবলম্বী হয়ে উঠেছেন যশোরের নাসরিন সুলতানা৷ ২০১৪ সাল থেকে কেঁচোসার বিক্রি করে নিজের পড়ালেখার পাশাপাশি অন্যান্য খরচ বহন করে চলেছেন৷ মানে উন্নত এই কেঁচোসারে যেমন কৃষকের জমির ফলন ভালো হয়, তেমনি দামেও বেশ সাশ্রয়ী৷

https://p.dw.com/p/3q3Rm