1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবেশ রক্ষায় সিমেন্টের বিকল্প সন্ধান

১৫ ফেব্রুয়ারি ২০২২

বিশ্বের মোট কার্বন নির্গমনের আট শতাংশের জন্য দায়ী সিমেন্ট শিল্প৷ এই খাতের মতো অন্যান্য দূষণকারী শিল্পে কার্বনের মাত্রা কমাতে পারলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উল্লেখযোগ্য সাফল্য পাওয়া সম্ভব৷

https://p.dw.com/p/471MM

কিন্তু কেমিকাল ইঞ্জিনিয়ার গ্যোর্গে ডেয়ারব্যার্গ মনে করেন, রাসায়নিক কারণে কার্বন-ডাই-অক্সাইড নির্গমন না করে সিমেন্ট উৎপাদন সম্ভব নয়৷ তাই সিমেন্টের বিকল্প খুঁজতে হবে৷ 

ক্রিস স্টার্ন একজন সিমেন্ট বিশেষজ্ঞ৷ তিনি কার্বনহীন কংক্রিট তৈরির কোম্পানি ‘কার্বিক্রিট’ প্রতিষ্ঠা করেছেন৷ ক্যানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সঙ্গে মিলে ক্রিস ‘সিওটু কিউরিং’ নামের প্রক্রিয়া সৃষ্টি করেন৷ এর আওতায় একটি আধারের মধ্যে কার্বন-ডাই-অক্সাইড প্রবেশ করানো হয়৷ সেটি স্টিল স্ল্যাগের সংস্পর্শে এসে স্থিতিশীল ক্যালসিয়াম কার্বোনেটে পরিণত হয়৷ ক্রিস বলেন, ‘‘সিমেন্ট থেকে কার্বন দূর করার চেষ্টা না করে আমরা সিমেন্টের বিকল্প কাজে লাগিয়ে এক প্রক্রিয়া সৃষ্টি করেছি৷’’