1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিস্থিতির আরও অবনতি ঘটছে আইভরি কোস্টে

২৩ ডিসেম্বর ২০১০

বার্লিনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে আইভোরি কোস্টের নিরাপত্তা হুমকির সম্মুখীন, পরিস্থিতি আরো খারাপ হতে পারে৷

https://p.dw.com/p/zonr
জাতিসংঘের শান্তি সেনারা প্রস্তুতছবি: AP

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার দপ্তর গত ১৬ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ১৭৩ জন মানুষের মারা যাওয়ার খবর দিয়েছে৷ মানাবাধিকার দপ্তরে পাঠানো এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৭৩ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এছাড়া প্রায় ৪৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ ২৪ জন নিখোঁজ রয়েছে৷ জাতিসংঘের মানাবাধিকার দপ্তরের উপপ্রধান কিউং হুয়া কাং আজই একথাগুলো বলেছেন৷

তিনি আরো জানান, দুর্ভাগ্যবশত এই ঘটনাগুলো তদন্ত করে দেখার কোন সুযোগ আমাদের নেই কারণ দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে৷ তিনি বলেন, গণকবরের কথাও আমরা শুনেছি কিন্তু কোন কিছুই খতিয়ে দেখা আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়৷

Elfenbeinküste Praesident Laurent Gbagbo
ক্ষমতা ছাড়তে নারাজ লোরোঁ বাগবোছবি: Picture-Alliance/dpa

ইউরোপীয় ইউনিয়ন, প্রোসিডেন্ট লোরোঁ বাগবোকে ক্ষমতা থেকে অবিলম্বে সরে আসতে বলেছে৷ তবে বাগবো ক্ষমতা ছাড়তে নারাজ৷ সেনাবাহিনীর পূর্ণ সমর্থন রয়েছে লোরোঁ বাগবোর পেছনে৷

ইউরোপীয় নাগরিকদের দেশ ত্যাগের নির্দেশ

ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু দেশ তাদের নাগরিকদের আইভরি কোস্ট ত্যাগের নির্দেশ দিয়েছে৷ ফ্রান্সের সরকারি মুখপাত্র ফ্রাঁসোয়া বারোয়াঁ জানিয়েছেন, প্রায় পনেরশো ফরাসি নাগরিক আইভরি কোস্টে রয়েছে৷ তাদের ঐদেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে৷

একই পরামর্শ দেয়া হয়েছে জার্মান নাগরিকদের উদ্দেশ্যে৷ বার্লিনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বার্তায় জার্মান নাগরিকদের আইভরি কোস্ট ত্যাগ করতে বলা হয়৷ এই মুহূর্তে আইভোরি কোস্টে ভ্রমণের জন্যও নিষেধ করা হচ্ছে সবাইকে৷ ব্রিটেনও তার নাগরিকদের আইভোরি কোস্ট ত্যাগের পরামর্শ দিয়েছে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক