1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পর্দায় বেপর্দা নারী, ইরানে ফুটবল ম্যাচ প্রদর্শন বন্ধ

১৮ ফেব্রুয়ারি ২০১৯

শুক্রবার ইরানে জার্মানির ফুটবল লিগ বুন্ডেসলিগার একটি ম্যাচের প্রদর্শন বন্ধ করা হয়৷ কারণ, বায়ার্ন মিউনিখ ও আউগসবুর্গের মধ্যকার ঐ খেলায় রেফারির ভূমিকায় ছিলেন এক নারী৷

https://p.dw.com/p/3DZDY
1. BL. - 18/19 - FC Augsburg vs. FC Bayern Muenchen
ছবি: picture-alliance/dpa/Wagner

৩৯ বছরের জার্মানির বুন্ডেসলিগা রেফারিদের অন্যতম৷ শুধু তাই নয়, জার্মানিতে পুরুষদের পেশাদারি ফুটবল ম্যাচে তিনিই প্রথম নারী রেফারি৷ ২০১৭ সালে বুন্ডেসলিগায় রেফারি হিসেবে অভিষেক হওয়া স্টাইনহাউস ২০১৮ সালে জার্মানির অন্যতম সেরা রেফারি হয়ে ওঠেন৷

শুক্রবার আউগসবুর্গ ও বায়ার্ন মিউনিখের ম্যাচে রেফারি ছিলেন তিনি৷ কিন্তু তাঁর পরনের পোশাককে ঘিরে ইরানে বন্ধ করে দেওয়া হয় ম্যাচটির প্রদর্শন৷ রেফারির পোশাক পরে বিবিয়ানাকে দেখা যাওয়ায় ইরানের সরকারি প্রচারমাধ্যম আইআরআইবি ম্যাচটির প্রচার বন্ধ করে দেয়৷

জার্মান সংবাদসংস্থা এআরডি'র ইরান সংবাদদাতা নাতালি আমিরি এই বিষয়ে টুইটারে সরব হন৷

বারবার বিবিয়ানা

বিবিয়ানার রেফারি হওয়া ও ইরানে বুন্ডেসলিগা ম্যাচ প্রদর্শন বন্ধ নতুন বিষয় নয়৷ এর আগে গত মে মাসেও আরেকটি ম্যাচে বিবিয়ানা রেফারি হিসেবে নিযুক্ত ছিলেন৷ তখনও রেফারির বদলে দর্শকদের অপ্রয়োজনীয় শট দেখানো হয়েছিল, যেন পর্দায় বিবিয়ানাকে দেখা এড়ানো যায়৷

উল্লেখ্য, ইরানে ইসলামি নিয়মকানুনের প্রভাবের কারণে পর্দায় ‘কম পোশাক' পরা নারী দেখানোয় সমস্যা রয়েছে৷ ফলে, কোনো ছবি বা টেলিভিশন অনুষ্ঠান থেকে প্রায়ই সেই সব দৃশ্য কেটে বাদ দেওয়া হয়৷ কিন্তু ফুটবলের ক্ষেত্রে এই পন্থা কার্যকরি নয়, কারণ রেফারিকে না দেখিয়ে খেলা দেখানো অসম্ভব৷ ফলে পুরো ম্যাচটিই বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়৷

টিমোথি জোন্স/এসএস 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য