1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পর্দা উঠলো ফুটবল মহাযজ্ঞের

১৪ জুন ২০১৮

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে পর্দা উঠলো বিশ্ব ফুটবলের মহাযজ্ঞের৷ জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হলো ৩২ দলের শ্রেষ্ঠত্বের লড়াই৷ উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে হারিয়েছে স্বাগতিক রাশিয়া৷

https://p.dw.com/p/2zaYg
Russland, WM 2018 Eröffnungsfeier Robbie Williams
ছবি: Getty Images/C. Rose

উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে বেশ সংক্ষিপ্ত৷ মাত্র আধঘণ্টা স্থায়ী হয় পুরো আয়োজন৷ নাচ-গান, ও নানা ধরনের পারফরম্যান্সের মাধ্যমে ইতিহাস, ঐতিহ্য তুলে ধরেন প্রায় ৫০০ শিল্পী৷

তার আগে স্পেনের সাবেক অধিনায়ক ও বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ইকের কাসিয়াস ও রাশিয়ার সুপার মডেল নাতালিয়া ভোদিয়ানোভা উন্মোচন করেন বিশ্বকাপ ট্রফি৷

এরপর শিশুদের সঙ্গে নিয়ে মাঠে আসেন ব্রাজিল দলের সাবেক তারকা রোনালদো৷

বিশাল ফুটবলের আকারে সাজানো মাঠের মধ্যে জমকালো মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন ব্রিটিশ সংগীতশিল্পী রবি উইলিয়ামস ও রাশিয়ার আইদা গারিফুলিনা৷

Russland, WM 2018 Eröffnungsfeier, Gruppe A - Russland - Saudi Arabien
ছবি: Getty Images/M. Hangst

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপভোগ করতে রাশিয়ায় আসা বিদেশি দর্শকদের স্বাগত জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ তিনি বলেন, ‘‘প্রথমবারের মতো রাশিয়ায় বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা এজন্য অত্যন্ত আনন্দিত৷ রাশিয়ায় ফুটবল ব্যাপক জনপ্রিয়, অনেকটা প্রথম ভালোবাসার মতোই৷''

এরপর বক্তব্য রাখেন ফিফা প্রেসিডেন্ট জেয়ানি ইনফান্তিনো৷ তিনি বলেন, ‘‘আগামী এক মাসে রাশিয়া জয় করবে ফুটবল এবং এখান থেকেই আগামী কয়েক বছরের ফুটবলের বিশ্বজয় শুরু৷''

Russland, WM 2018 Eröffnungsfeier
ছবি: picture-alliance/TASS/A. Druzhinin

উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে হারিয়েছে স্বাগতিক রাশিয়া৷ সরাসরি খেলা উপভোগ করতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও মাঠে উপস্থিত হন৷ পুরোটা সময়ই পুটিন ও ইনফান্তিনোর সাথে গল্পে মশগুল দেখা যায় সৌদি প্রিন্সকে৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য