1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পর্নো তারকাকে ট্রাম্পের ক্ষতিপূরণ

৩ মে ২০১৮

রাশিয়া কেলেঙ্কারিসহ বিভিন্ন আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ট্রাম্প পরোক্ষভাবে এক পর্নো ছবির তারকাকে ক্ষতিপূরণ দিয়েছেন বলে তাঁর এক আইনজীবী স্বীকার করেছেন৷

https://p.dw.com/p/2x4gm
US-Präsident Donald Trump
ছবি: picture-alliance/RS/MPI/Capital Pictures/M. Theiler

আইনের হাত থেকে রেহাই পেতে নিজের আইনজীবীদের টিমে বার বার পরিবর্তন আনছেন ট্রাম্প৷ কিন্তু তাঁদেরই কয়েকজন সরাসরি এমন কথা বলছেন, যা মার্কিন প্রেসিডেন্টকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে৷ যেমন ২০০৬ সালে পর্নো ছবির তারকা স্টর্মি ড্যানিয়েল্স-এর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ অস্বীকার করে এসেছেন ট্রাম্প৷ অথচ তাঁরই আইনজীবী মাইকেল কোয়েন ড্যানিয়েল্স-কে এক লক্ষ তিরিশ হাজার ডলার অংকের আর্থিক ক্ষতিপূরণ দিয়েছেন৷ ট্রাম্প বলেছিলেন, তিনি সে বিষয়েও কিছু জানেন না৷

এবার নিউ ইয়র্ক শহরের প্রাক্তন মেয়র রুডি জুলিয়ানি ট্রাম্প-এর আইনজীবী হিসেবে স্বীকার করেছেন, যে ট্রাম্প মাইকেল কোয়েন-কে সেই অর্থ ফেরত দিয়েছেন৷ তবে নির্বাচনি প্রচারের তহবিল নয়, প্রেসিডেন্ট নির্বাচনের আগেই নিজের পকেট থেকে সেই অর্থ দিয়েছেন তিনি৷ উল্লেখ্য, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই কোয়েন-এর বাড়ি ও দপ্তরে তল্লাশি চালিয়েছে৷

এদিকে গত সপ্তাহে স্টর্মি ড্যানিয়েল্স ট্রাম্প-এর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন৷ তাঁর আইনজীবী মাইকেল অ্যাভেনাটি এক টুইট বার্তায় ট্রাম্প-এর ‘মিথ্যাচার' ফাঁস হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন৷

আইনি প্যাঁচ থেকে রেহাই পেতে ট্রাম্প আরও এক আইনজীবী নিয়োগ করেছেন৷ প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন-কে ক্ষমতাচ্যুত করতে যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছিল, তাতে তাঁর আইনজীবী ছিলেন এমেট ফ্লাড৷ এবার তিনি রাশিয়া কেলেঙ্কারির তদন্তে ট্রাম্প-এর স্বার্থরক্ষা করবেন৷ চলতি মাসে টাই কব অবসর নেবার পর তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন৷ ট্রাম্প স্বেচ্ছায় রবার্ট মালার-এর জেরার সম্মুখীন হবেন কিনা, সে বিষয়ে তাঁর আইনজীবীরা শলা-পরামর্শ করছেন৷ মালার তাঁকে আদালতে হাজির হতে বাধ্য করতে পারেন, এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে৷

এই প্রেক্ষাপটে মার্কিন বিচার মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উঠছে৷ চলমান তদন্তের স্বার্থ দেখিয়ে বেশ কিছু নথিপত্র প্রকাশ না করায় রিপাবলিকান দলের একাংশ ও খোদ প্রেসিডেন্ট মন্ত্রণালয়ের সমালোচনা করে বলেছেন, রাশিয়া সংক্রান্ত তদন্তের সঙ্গে সম্পর্কিত সব নথিপত্র কংগ্রেসের কমিটির হাতে তুলে না দিয়ে তারা ভুল করছে৷

এসবি/জেডএইচ (ডিপিএ, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য