1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পলিমাটি জমে সাগরতীরে নতুন ভূমির সৃষ্টি হচ্ছে

রিয়াজুল ইসলাম৯ সেপ্টেম্বর ২০০৮

জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের একটি বিশাল এলাকা সমুদ্রে তলিয়ে যাওয়ার আশংকা করছেন বিজ্ঞানীরা৷ কিন্তু প্রতিবছর বিপুল পরিমাণ পলিমাটি জমে সাগরতীরে নতুন ভূমিরও সৃষ্টি হচ্ছে৷

https://p.dw.com/p/FF4t
পলিমাটি জমে নতুন ভূমির সৃষ্টি হচ্ছে (ফাইল ফটো)ছবি: AP

তাই প্রশ্ন দেখা দিয়েছে সমুদ্রে তলিয়ে যাওয়ার আশংকা আসলে কতখানি৷

জলবায়ু পরিবর্তনের ফলে সুমেরু ও কুমেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে দিনদিন৷ এর ফলে বাড়ছে সমুদ্রের পানির উচ্চতা৷ ফলে হুমকির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ, মালদ্বীপ ও নেদারল্যান্ডের মত নীচুভূমির দেশগুলো৷

Jahresrückblick 2007 November Bangladesch Zyklon
পরিবেশ বিপর্যয়ের কারণে যারা স্থান ত্যাগে বাধ্য হয় তারা হচ্ছে পরিবেশ উদ্বাস্তু (ফাইল ফটো)ছবি: AP

সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় গত ৫০ বছরে বাংলাদেশের কুতুবদিয়া দ্বীপের ৪০ শতাংশ সমুদ্রের নীচে তলিয়ে গেছে৷ এর ফলে আশ্রয় হারা হয়েছে অনেক মানুষ৷ তাদেরই একজন জাফর আলম৷ ২২ বছর আগে সাগরের পানিতে তার ঘরবাড়ী ডুবে গেছে৷ তখন থেকেই তিনি কক্সবাজারের সমুদ্র সৈকতের পাশে ঘর তুলে কোনভাবে পরিবার নিয়ে বাস করছেন৷ সেসময় তার মত আরও প্রায় দেড়শ জনের ঘরবাড়ী এভাবে সাগরের পানিতে ডুবে গিয়েছিলো৷

আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে পরিবেশ বিপর্যয়ের কারণে যারা স্থান ত্যাগে বাধ্য হয় তারা হচ্ছে পরিবেশ উদ্বাস্তু৷ কুতুবদিয়া থেকে চলে আসা জানে আলমরা হচ্ছেন বাংলাদেশের প্রথম পরিবেশ উদ্বাস্তু৷ বিজ্ঞানীদের আশংকা, ভবিষ্যতে এমন আরও বহু পরিবেশ উদ্বাস্তু বাংলাদেশে সৃষ্টি হতে যাচ্ছে৷ যুক্তরাষ্ট্রের নাসার গডডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজ এর পরিচালক জেমস হ্যানসেন মনে করেন এ শতাব্দীর শেষে পুরো বাংলাদেশটাই পরিবেশ উদ্বাস্তুতে পরিণত হতে পারে৷

Flutkatastrophe in Bangladesch
নদীর পলিমাটি কি বাংলাদেশকে সমুদ্রের পানিতে তলিয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারবে? (ফাইল ফটো)ছবি: AP

তবে বিজ্ঞানীদের এ ধারণার উল্টোটাও কিন্তু ঘটছে৷ ঢাকার সেন্টার ফর এনভায়রনমেন্ট এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস বা সিইজিআইএস জানিয়েছে প্রতিবছর বাংলাদেশের ভুমির পরিমানণ বাড়ছে ২০ বর্গকিলোমিটার করে৷ গত ৩২ বছরে স্যাটেলাইট থেকে তোলা ছবি পর্যবেক্ষণ করে তারা এই সিদ্ধান্তে এসেছে৷ তারা আরও জানিয়েছে, বাংলাদেশের নদীগুলো থেকে যে বিপুল পরিমাণ পলিমাটি এসে জমা হয় সমুদ্রে তার ফলে গত তিন দশকে এদেশের ভূমির আয়তন এক হাজার বর্গ কিলোমিটার পর্যন্ত বেড়েছে৷

উল্লেখ্য, প্রতিবছর বাংলাদেশের নদীগুলো একশ কোটি টনেরও বেশী পলিমাটি বহন করে থাকে৷ এবং এক তৃতীয়াংশ পলিমাটি সমুদ্রতীরবর্তী এলাকাগুলোতে আটকা পড়ে৷ কিন্তু বাংলাদেশের পরিবেশ বিশেষজ্ঞ ড. আতিক রহমান জানিয়েছেন, যে গতিতে নতুন ভূমি সৃষ্টি হচ্ছে তার চেয়েও দ্রুত গতিতে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে৷ পরিবেশবিদদের এ হিসাবের পর এখন প্রশ্ন নদীর পলিমাটি কি বাংলাদেশকে সমুদ্রের পানিতে তলিয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারবে?