1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিম ইথিওপিয়ায় আবার সন্ত্রাসী হামলা, মৃত ৮০

১৪ জানুয়ারি ২০২১

পশ্চিম ইথিওপিয়ায় সন্ত্রাসী হামলায় ৮০ জন মারা গেছেন বলে সে দেশের জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে।

https://p.dw.com/p/3ntIO
বার বার সহিংস হানা পশ্চিম ইথিওপিয়ায়। পোড়ানো হচ্ছে বাড়ি। বহু মানুষের মৃত্যু হচ্ছে। ছবি: Biniam Gebrezgi/Zenith Gebs Eshet Ethiopia Ltd

গত মঙ্গলবার ভোর পাঁচটা থেকে সকাল সাতটার মধ্যে হামলা চালায় সন্ত্রাসীরা। পশ্চিম ইথিওপিয়ার বেনিসাঙ্গুল-গুমুজ এলাকায়। নির্বিচারে হত্যা করে ৮০ জনকে। নিহতদের বয়স দুই থেকে ৪৫ বছরের মধ্যে। বাচ্চা ও নারীদেরও রেয়াত করেনি সন্ত্রাসীরা। যে এলাকায় আক্রমণ হয়েছে, তা সুদান সীমান্তের কাছে।

ইথিওপিয়ার জাতীয় মানবাধিকার কমিশনের মুখপাত্র অ্যারন ম্যাশো জানিয়েছেন, তাঁদের কাছে খবর এসেছে, মোট ৮০ জন মারা গেছেন। সন্ত্রাসীদের এখনো ধরা সম্ভব হয়নি। কোনো সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি।

গত কয়েক মাস ধরেই এই এলাকায় একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। গত ২৩ ডিসেম্বর ২০৭ জনের মৃত্যু হয়েছিল। লাগাতার সহিংসতার কারণে বহু মানুষ ঘরছাড়া হয়েছেন।

প্রধানমন্ত্রী গত ডিসেম্বরে এই এলাকায় ঘুরে গেছেন। তিনি একটি কম্যান্ড পোস্টকে নিরাপত্তার দায়িত্ব দিয়েছিলেন। তারপরেও দেখা যাচ্ছে সহিংস হানা থামানো যাচ্ছে না।

বিরোধী নেতাদের দাবি, সন্ত্রাসীরা এই এলাকার কিছু জাতিগোষ্ঠীকে এই ভাবে আক্রমণ করছে।

মঙ্গলবারের আক্রমণের হাত থেকে বেঁচে যাওয়া আহমেদ জানিয়েছেন, তিনি ৮২টি মৃতদেহ দেখেছেন। ২২ জন আহত হয়েছেন। আক্রমণকারীরা ছুরির আঘাতেই মানুষকে মেরেছে। তবে তাদের সঙ্গে বন্দুকও ছিল। অন্তত একশ জন আক্রমণকারী ছিল। কেউ কেউ ইউনিফর্ম পরে ছিল। তবে সেই ইউনিফর্ম তিনি চিনতে পারেননি। তারা গরু, ছাগল সহ আহমেদের বাড়ি পুড়িয়ে দিয়েছে।

ইথিওপিয়া জুড়েই অশান্তি চলছে। টিগ্রেতে সেনাবাহিনীর সঙ্গে টিগ্রে পিপলস লিবারেশন ফোর্সের লড়াই চলছে। পশ্চিম ইথিওপিয়ায় একের পর এক সহিংস হানা হচ্ছে। কখনও জাতিগত কারণে, কখনো জমিদখলের জন্য, কখনো ক্ষমতার লড়াই, কখনো বা তা প্রাকৃতিক সম্পদ দখলের চেষ্টায়।

জিএইচ/এসজি(এএফপি, রয়টার্স, আল জাজিরা)