1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিম তীরে আরও বাড়ির অনুমোদন

২৮ ফেব্রুয়ারি ২০২০

ইসরায়েলে সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তার আগে ভোটারদের মন পেতে দুই দল দখলকৃত পশ্চিম তীরে আরও বসতি গড়ার অনুমোদন দিয়েছে৷

https://p.dw.com/p/3YbfE
ছবি: picture-alliance/N. Alon

বৃহস্পতিবার প্রায় ১,৮০০ বাড়ি নির্মাণের অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট৷ তাঁর দল ইয়েমিনা ইসরায়েলের বর্তমান জোট সরকারে রয়েছে৷

এর আগে জোটের আরেক দল লিকুদ পার্টির নেতা ও প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার দখলকৃত পশ্চিম তীরের ‘ইওয়ান’ এলাকায় সাড়ে তিন হাজার বাড়ি নির্মাণের অনুমোদন দেন৷ ঐ এলাকাটি বিশেষভাবে স্পর্শকাতর, কারণ, আন্তর্জাতিক সম্প্রদায় মনে করেন, সেখানে বসতি নির্মাণ পশ্চিম তীরকে দুই ভাগে বিভক্ত করবে৷ সে কারণে অতীতে বহুবার ইওয়ান করিডোরে বাড়ি নির্মাণ না করতে ইসরায়েলকে সতর্ক করা হয়েছে৷

বাড়ি নির্মাণের অনুমতি দিয়ে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী দুজনই প্রায় ছয় লাখ ভোটারের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন বলে বিশ্লেষকরা মনে করছেন৷

২৮ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাঁর প্রস্তাবিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনায় পশ্চিম তীরের বসতি মেনে নিতে ফিলিস্তিনিদের প্রতি দাবি জানান৷ ইউরোপীয় ইউনিয়নসহ ঐ অঞ্চলে ট্রাম্পের এই প্রস্তাবের তীব্র সমালোচনা হয়েছে৷

জেডএইচ/এসিবি (এএফপি, এপি)