1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাঁচশ কোটি ডলারে রফা করলো ফেসবুক

২৪ জুলাই ২০১৯

ফেসবুকের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন, এফটিসি৷ তবে ৫০০ কোটি ডলার দিয়ে সেই অভিযোগ থেকে মুক্তি পেতে এফটিসির সঙ্গে চুক্তি করেছে ফেসবুক৷

https://p.dw.com/p/3Mfak
Symbolbild Facebook
ছবি: picture-alliance/AP Photo/R. Drew

এফটিসির ইতিহাসে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে এটিই সর্বোচ্চ জরিমানা৷ তবে এই অর্থ ফেসবুকের মাত্র এক মাসের আয়ের সমান৷

জরিমানা ছাড়াও ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক সাকারবার্গকে একটি দায়িত্ব দিয়েছে এফটিসি৷ ফলে এখন থেকে তাঁকে ফেসবুকের গোপনীয়তা সংক্রান্ত কোনো নীতিমালা ব্যক্তিগতভাবে প্রত্যায়ন করতে হবে৷ ভুল প্রত্যায়নের কারণে তাঁর সিভিল কিংবা ক্রিমিনাল জরিমানার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে৷

গতবছর মার্চ মাসে কেমব্রিজ অ্যানালিটিকা নামে রাজনীতি নিয়ে বিশ্লেষণ করা এক কোম্পানির কাছে ফেসবুকের ৮ কোটি ৭০ লক্ষ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য থাকার কথা জানা যায়৷

কীভাবে সেই তথ্য কেমব্রিজ অ্যানালিটিকার কাছে গেল তা নিয়ে তদন্ত করেছে এফটিসি৷ এতে ব্যবহারকারীদের সঙ্গে ফেসবুকের প্রতারণা করার প্রমাণ পাওয়া গেছে৷

ফেসবুক অবশ্য প্রতারণার অভিযোগ অস্বীকার করেছে৷

এফটিসির জরিমানার খবর প্রকাশের কিছুক্ষণের মধ্যে একটি বিবৃতি দিয়েছেন মার্ক সাকারবার্গ৷ তিনি বলেন, ‘‘আমরা ঐতিহাসিক জরিমানা দিতে রাজি হয়েছি, তবে তারচেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা কিছু পরিবর্তন আনতে চলেছি৷ ব্যবহারকারীর গোগনীয়তা রক্ষা আমাদের দায়িত্ব৷ সেই দায়িত্ব পালনে আমরা এর মধ্যে কাজ শুরু করেছি৷''

জেডএইচ/কেএম (এপি)