1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাঁচ লাখ ডলারের জামিনে মুক্ত সারা

১৫ সেপ্টেম্বর ২০১০

প্রায় ১৫ মাস ইরানে জেল খাটার পরে জামিনে মুক্তি পেলেন মার্কিন নাগরিক সারা শুর্দ৷ অবশ্য গত শনিবারই তাঁর মুক্তির কথা ছিল৷ তারপরও ইরানের প্রেসিডেন্ট আর বিচার বিভাগের মধ্যকার যাঁতাকলে পড়ে পিছিয়ে যায় এই মুক্তি প্রক্রিয়া৷

https://p.dw.com/p/PCDU
সারা শুর্দছবি: Ilna

মুক্তি পেলেন সারা শুর্দ

পাঁচ লাখ মার্কিন ডলারের জামিনে মুক্ত হয়েছেন সারা শুর্দ৷ তেহরানের সরকারি কৌঁসুলি আব্বাস জাফরি জানিয়েছেন, মূলত অসুস্থতার কারণে জামিন দেয়া হয়েছে সারাকে৷ সেইসঙ্গে বিশেষায়িত চিকিৎসার জন্য ইরানও ত্যাগ করতে পারবেন তিনি৷ তবে সারার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা বহাল থাকছে৷

ইতিমধ্যে অবশ্য সারা শুর্দ ইরান ছেড়ে ওমানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে খবর৷ ইরানে অবস্থিত সুইস দূতাবাসও সারার মুক্তির খবর জানিয়েছে৷

যে কারণে আটক

২০০৯ সালের জুলাই মাসে ইরাক-ইরান সীমান্তের কাছ থেকে সারাসহ তিন মার্কিন নাগরিককে আটক করা হয়৷ আটকদের দাবি, ইরাকের কুর্দি এলাকায় ভ্রমণে বেরিয়েছিলেন তারা৷ কিন্তু অরক্ষিত সীমান্ত দিয়ে ভুলে ইরানে প্রবেশ করেন এই তিনজন৷ কিন্তু ইরানি গোয়েন্দাদের দাবি ছিল, আটক তিন মার্কিন নাগরিক আসলে গুপ্তচর৷

Iran USA Hickers Flash-Galerie
এবছর মে মাসে মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পান সারাছবি: AP

তবে, সারাসহ তিন মার্কিনির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি নয়, বরং মূল মামলাটি হয় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের৷ গুপ্তচরবৃত্তির অভিযোগের তদন্ত এখনো চলছে বলে জানিয়েছে সেদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়৷

স্বাগত জানালেন ওবামা

সারা শুর্দ এর মুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ তবে সারার সঙ্গে আটক অপর দুই নিরপরাধ মার্কিনিকেও মুক্তির আহ্বান জানিয়েছেন তিনি৷ ওবামা বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে, ইরানি কর্তৃপক্ষ সারাকে মুক্তি দিয়েছে৷ শীঘ্রই সে পরিবারের সঙ্গে মিলিত হবে৷

বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনও সারার মুক্তিকে স্বাগত জানিয়েছেন৷

বাকিরা এখনো বন্দি

তেহরানের সরকারি কৌঁসুলি আব্বাস জাফরি'র কথায়, শেন বাওয়ার এবং জশ ফাটালের আশু মুক্তি মিলছে না৷ সারাকেও মামলার শুনানিতে অংশ নিতে ইরানে ফিরে আসতে হবে বলে, দাবি জাফরির৷ এখানে বলে রাখা ভালো, এখন পর্যন্ত কোন মার্কিনি ইরানের কারাগার থেকে মুক্তি পেয়ে আর সেদেশে ফিরে যায়নি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন