1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানের আকাশ মোদীর জন্য নয়

২৮ অক্টোবর ২০১৯

একটি বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে সৌদি আরব যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেজন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছিল ভারত৷ কিন্তু তা দেয়নি পাকিস্তান৷

https://p.dw.com/p/3S4MV
USA Narendra Modi Rede UN-Generalversammlung
ছবি: Reuters/B. McDermid

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ‘চলমান মানবাধিকার লঙ্ঘনের' কারণে অনুমতি দেয়া হয়নি বলে এক বিবৃতিতে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি৷ ‘‘ভারতের প্রধানমন্ত্রী আমাদের আকাশসীমা ব্যবহার করতে চেয়েছিলেন৷ আমরা দেইনি, কারণ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে চলমান মানবাধিকার লঙ্ঘন ও সেখানে ভারতীয় দখলদারিত্বের প্রতিবাদে কাশ্মীরীরা আজ কালো দিবস পালন করছেন,'' বলেন তিনি৷

ভারতের রাষ্ট্রদূতকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী৷

এর আগে সেপ্টেম্বরে জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময়ও মোদীকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেয়া হয়নি৷ তারও আগে ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দর ইউরোপ সফরের সময়ও তাঁকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান৷

এদিকে, সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, মোদীকে অনুমতি না দেয়ার বিষয়টি ‘ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন'কে জানিয়েছে ভারত৷

গত ফেব্রুয়ারিতে কাশ্মীরে এক আত্মঘাতী বোমা হামলায় ৪০ জনের বেশি ভারতীয় আধা সামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার পর পাকিস্তান তার আকাশসীমা বন্ধ করে দিয়েছিল৷ জুলাইতে সেটি তুলে নেয়া হয়৷

জেডএইচ/কেএম (এএফপি, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য