1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানের উপজাতীয় এলাকায় তালেবান হামলা - নিহত ১১

২৪ ডিসেম্বর ২০১০

তালেবান জঙ্গিরা শুক্রবার পাকিস্তানের উত্তরপশ্চিমে অবস্থিত মোহমান্দে পাঁচটি নিরাপত্তা চেকপয়েন্টে হামলা চালায়৷ হামলায় ১১ জন সেনা নিহত৷ দু’পক্ষের সংঘর্ষে ২৪ জন জঙ্গিও নিহত হয় বলে প্রকাশ৷

https://p.dw.com/p/zpAT
মোহমান্দের সংঘর্ষে নিহতদের সংখ্যা বাড়তে পারেছবি: picture-alliance/dpa

মোহমান্দ আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তে অবস্থিত একটি উপজাতীয় এলাকা৷ প্রায় ১৫০ জন জঙ্গি হালকা এবং ভারি অস্ত্র নিয়ে মোহমান্দ অঞ্চলের বাইজাই এলাকায় সেনাবাহিনীর পাঁচটি চেক পয়েন্টে হামলা করে৷ হামলায় ১১ জন আধা সামরিক বাহিনীর সেনা নিহত এবং আহত হয়েছে ১২ জন৷ মোহমান্দের শীর্ষ সরকারি কর্মকর্তা আমজাদ আলি খান সাংবাদিকদের একথা বলেন৷

Chaos und Gewalt in Pakistan Besetzte Polizeistation nahe der afghanischen Grenze Musharraf verhängt Ausnahmezustand in Pakistan
জঙ্গিদের সক্রিয়তা কমছে নাছবি: AP

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ গত বছর থেকেই পাকিস্তানের সেনাবাহিনী তালেবান সমর্থিত জঙ্গিদের ওপর আক্রমণ অভিযান চালিয়ে বড় রকমের কিছউ সাফল্য অর্জন করেছে৷ কিন্তু তারপরও জঙ্গিরা সেনা বাহিনী ও বেসামরিক মানুষদের ওপর চালিয়ে গেছে একের পর এক হামলা৷ ২০০৭ সাল থেকে এ পর্যন্ত জঙ্গিদের বিভিন্ন আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছে প্রায় দুই হাজার মানুষ৷

এছাড়া, আজ পেশোয়ারে একটি স্কুলের বাইরে একটি বোমা বিস্ফোরণে একজন শিক্ষকসহ তিনজন শিশু আহত হয়ে বলে জানা গেছে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক