1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানের মামুলি খেললে চলবে না, বললেন ইমরান

৯ ফেব্রুয়ারি ২০১১

আজ এখানে বোমা হামলা তো কাল আক্রমণ সীমান্তে, আজ মসজিদে বোমা পড়ে তো কাল পুলিশের সঙ্গে হয় বন্দুকযুদ্ধ৷ এই হলো পাকিস্তানের দিনলিপি৷ সেই দিনলিপির খাতায় এবার কালো দাগের আঁচড় পড়েছে খোদ ক্রিকেটের উপর৷

https://p.dw.com/p/10EJh
পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ইমরান খানছবি: AP

১৯৯২ সালে বিশ্বকাপ ক্রিকেটের শিরোপাটি গিয়েছিল পাকিস্তানের ঘরেই৷ কিন্তু এবার কি দ্বিতীয় বারের মতো যাবে সেই শিরোপাটি ইসলামাবাদে? খুবই কঠিন প্রশ্ন৷

তবে পাকিস্তানের ক্রিকেটের প্রবাদতূল্য খেলোয়াড় এবং বর্তমানের রাজনীতিক ইমরান খান কিন্তু মনে মনে প্রমাদ গুনছেন৷ আর এই ‘ঢোঁক গেলা'র কারণ আর কিছুই নয়, তাহলো সম্প্রতি দুই বোলার মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমেরকে দল থেকে বাদ দেয়৷ ম্যাচ গড়াপেটার জুয়াবাজিতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হবার কারণেই ‘বহিষ্কার'৷ ইমরান খান বলছেন, ‘আমের আর আসিফ বিনা পাকিস্তান দল শক্তিহীন৷ কারণ, হাল সময়ে এই দুই জনই হলেন বিশ্বের শ্রেষ্ঠ বোলার৷' বার্তা সংস্থা এএফপিকে তিনি এই সাক্ষাৎকারটি দেন৷

Kombo Pakistan Cricket Korruption Salman Butt Mohammad Asif und Mohammad Amir
বহিষ্কৃত তিন খেলোয়াড় সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমেরছবি: AP

পাকিস্তান দলে নানাবিধ সমস্যা৷ বিশেষ করে গত বেশ কয়েকটি সিরিজে একের পর এক বাজে ফলাফল, খেলোয়াড়দের মিইয়ে যাওয়া পার্ফর্মেন্স, আর খেলা নিয়ে অভ্যন্তরীণ রাজনীতিই মূলত সমস্যা সৃষ্টি করছে পুরো দলে৷ ইমরান খান বলছেন, ‘‘এই অবস্থায় পাকিস্তানকে মামুলি খেললে চলবে না৷ খেলতে হবে মন দিয়ে এবং সবচেয়ে ভালো ভাবে৷''

অপরদিকে পাকিস্তানের সাবেক স্পিনার ইকবাল কাসিম বললেন, ‘‘একমাত্র পাকিস্তান দলই পারে পুরো বিশ্বকাপ আয়োজনের মোড় ঘুরিয়ে দিতে৷ ভালো খেলার সকল যোগ্যতাই রয়েছে এই দলের খেলোয়াড়দের৷''

পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো তাদের স্কোয়াডের অধিনায়কের নাম ঘোষণা করেনি৷ এক্ষেত্রে ইমরান খানের প্রস্তাব হচ্ছে, শহিদ আফ্রিদীকে দলের কাপ্তান করা হোক৷ দলে এখন যারা আছে, তাদের মধ্যে দায়িত্ব নেবার এই ক্ষমতা কেবল আছে আফ্রিদীরই, মনে করেন ইমরান৷

আফ্রিদী জানিয়েছেন, তাদের দলের এবার একটিই লক্ষ্য – আর তাহলো বিশ্বকাপের চ্যাম্পিয়ন ট্রফিটি নিজের ঘরে নিয়ে আসা৷ তিনি বলেছেন, পাকিস্তান দলটিতে এখন ভারসাম্য আছে৷ তাই ভালো ফল করাটা কঠিন কোন কর্ম নয়৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য