1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে অপহৃত ব্রিটিশ শিশু মুক্ত

১৭ মার্চ ২০১০

পাকিস্তানে অপহৃত এক ব্রিটিশ শিশুকে অর্থের বিনিময়ে মুক্ত করা হয়েছে৷ সম্পূর্ণ সুস্থ অবস্থায় মঙ্গলবার তাকে পাওয়া গেছে পাঞ্জাবের একটি রাস্তার পাশে৷ তবে, তাকে মুক্ত করতে যে অর্থ দেয়া হয়েছে তার সংস্থান নিয়ে চলছে বিতর্ক৷

https://p.dw.com/p/MUpF
বেশিরভাগ অপহরণের সঙ্গে জঙ্গি গোষ্ঠী তালেবান জড়িত (ফাইল ফটো)ছবি: AP

শেষ পর্যন্ত শিশুটিকে উদ্ধার করতে মুক্তিপণ দিতে হল৷ তবে, জিম্মি পাকিস্তানে থাকলেও এই অর্থ লেনদেন নাকি হয়েছে ইউরোপের কোন একটি দেশে৷ আর তাই অপহরণকারীদের বলা হচ্ছে ‘আন্তর্জাতিক'৷ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আইন মন্ত্রী রানা সানাউল্লাহ জানিয়েছেন এই তথ্য, তবে মুক্তিপণের টাকা কারা দিল সেটা অবশ্য জানাননি তিনি৷

মার্চের তিন তারিখে পাঞ্জাবের জেহলুম থেকে অপহরণ করা হয় পাঁচ বছর বয়সী ব্রিটিশ শিশু সাহিল সাইদকে৷ এরপর তাকে উদ্ধারে নানা চেষ্টা চালায় পাকিস্তান এবং ব্রিটিশ সরকার৷ সেই চেষ্টার ফলে হোক আর মুক্তিপণ প্রদান করে হোক, সাহিলকে ফিরে পেয়ে প্রচণ্ড আনন্দিত তার পরিবার৷ ব্রিটেনে অবস্থানরত সাহিলের মা আকিলা জানিয়েছেন, আমি ফোনে তার সঙ্গে কথা বলেছি, যা আমাকে বুঝিয়েছে আমার ছোট্ট শিশুটি এখন মুক্ত৷

এদিকে, সাহিল মুক্ত হলেও তার মুক্তিপণের টাকা কোথা থেকে আসল তা নিয়ে সরব মিডিয়া৷ জানা যায়, তাকে মুক্ত করতে ১ লাখ পাউন্ড দিতে হয়েছে অপহরণকারীদের৷ এই অর্থ কি পরিবারের নাকি ব্রিটিশ সরকারের তা নিয়েও প্রশ্ন অনেকের মনে৷ অবশ্য পরিবার জানিয়েছে, মুক্তিপণের বিষয়ে কিছুই জানেন না তারা৷

তবে, সানাউল্লাহ-র দাবি, মুক্তির দুই দিন আগে সাহিল এর বাবাই অপহরণকারীদের কাছে অর্থ পৌঁছে দিয়েছেন৷ ব্রিটিশ সরকার এই অর্থ সংস্থানে সহায়তা করে থাকতে পারে বলেও মত তাঁর৷

পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর বিশেষ সহযোগী পারভেজ রশীদ অবশ্য বলেছেন, শিশুটি মুক্তি পেলেও অপহরণকারীদের অবশ্যই গ্রেপ্তার করা হবে৷ তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা উচিত, শাস্তি হওয়া উচিত৷ খুব শীঘ্রই তা হবে৷ আমাদের কাছে যে খবর তাতে অপহরণকারীদের কেউ কেউ পাকিস্তানে আছে কেউ কেউ আছে দেশের বাইরে৷ তবে খুবই শীঘ্রই সবকিছু জানা যাবে৷

ইসলামাবাদে ব্রিটিশ দূতাবাসের মুখপাত্র জর্জ শেরিফ জানিয়েছেন, শিশুটিকে যত দ্রুত সম্ভব পরিবারের কাছে পাঠিয়ে দিতে চেষ্টা করছেন তাঁরা৷ তবে, একইসঙ্গে তাদের মতামত শিশুটিকে উদ্ধারে দেয়া মুক্তিপণে কোণ ধরণের সহায়তা করেনি ব্রিটিশ সরকার৷ আর তাই আপাতত মুক্তিপণের অর্থ কোথা থেকে এসেছে তা জানা যাচ্ছে না৷

উল্লেখ্য, পাকিস্তানে অপহরণ একটি বড় সমস্যা৷ আনুষ্ঠানিক হিসেবে দেশটিতে গত বছর ৪৮০টি অপহরণের ঘটনা ঘটেছে৷ তবে বাস্তবে এই সংখ্যা অনেক বেশি কারণ অপহরণের অনেক ঘটনাই নথিভুক্ত হয় না পাকিস্তানে৷ আর বেশিরভাগ অপহরণের সঙ্গে জঙ্গি গোষ্ঠী তালেবান জড়িত৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন