1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত কমপক্ষে ৪১

১৭ এপ্রিল ২০১০

পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ এলাকাতে শনিবার দুটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে৷ আহত হয়েছে কমপক্ষে অর্ধশতাধিক৷ উদ্বাস্তু শিবিরে ত্রাণ বিতরণকালে এই বোমা হামলা চালানো হয়৷

https://p.dw.com/p/MyzG
বোমা হামলায় আহত মানুষ (ফাইল ফটো)ছবি: AP

গত দুইদিন ধরে একের পর এক আত্মঘাতী বোমা হামলার রক্তাক্ত ঘটনা ঘটে চলেছে গোটা পাকিস্তানে৷ শুক্রবার দক্ষিণ পশ্চিমের বেলুচিস্তানের একটি হাসপাতালের সামনে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারায় কমপক্ষে ১০ জন৷ সর্বশেষ শনিবার আবারও বোমা হামলা হলো উত্তর পশ্চিম সীমান্ত এলাকার কোহাত জেলায়৷ বার্তা সংস্থাগুলো স্থানীয় পুলিশ প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছে, সেখানকার কাচা পাক্কা এলাকার উদ্বাস্তু শিবিরে এই বোমা হামলা চালানো হয়৷ স্থানীয় পুলিশ প্রধান দিলওয়ার খান জানান, দুই হামলাকারী বোরকা পরে এই হামলা চালায়৷ উদ্বাস্তু শিবিরের লোকরা যখন সেখানে ত্রাণ নেওয়ার জন্য ভিড় করে তখনই প্রথম বোমা হামলাটি চালানো হয়৷ এর কিছুক্ষণ পর নিহত ও আহতদের উদ্ধারে যখন কাজ শুরু হয় তখন দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটায় অপর আত্মঘাতী৷ ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশ এবং আহতদের চিৎকারে সেখানে এক বিভীষিকাময় পরিবেশের সৃষ্টি হয়৷ বোমা হামলায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি৷ এর আগে বার্তা সংস্থাগুলো নিহতের সংখ্যা ৩৮ জন বলে জানিয়েছিলো৷ হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

Angriff auf US-Konsulat in Peshawar Pakistan
কিছুদিন আগে পেশাওয়ারে বোমা হামলা হয়ছবি: Faridullah Khan

উল্লেখ্য, উত্তর পশ্চিম সীমান্ত এলাকায় তালেবান বিরোধী অভিযান জোর হওয়ার পর সেখান থেকে হাজার হাজার লোক পালিয়ে কোহাত অঞ্চলে আশ্রয় নেয়৷ সেখানকার উদ্বাস্তু শিবিরগুলোতে তারা নিয়মিতভাবে ত্রাণ নিয়ে থাকে৷ তালেবান বিরোধী অভিযান শুরুর পর এখন পর্যন্ত পাকিস্তানে ১৩ লাখ মানুষ আশ্রয়হারা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ৷ কেবল চলতি সপ্তাহেই আশ্রয়চ্যুত হয়েছ দুই লাখ ১০ হাজার মানুষ৷ জানা গেছে, শনিবার বোমা হামলায় নিহতদের বেশিরভাগ সেখানকার মানি খেল এবং বারামাদ খেল উপজাতীয় গোষ্ঠীর৷ এই দুই গোষ্ঠী সম্প্রতি তালেবান বিরোধী বাহিনী গড়ে তুলেছে৷ পাকিস্তানী কর্তৃপক্ষ মনে করছে, শিয়াপন্থী এই গোষ্ঠীকে লক্ষ্য করেই সুন্নিপন্থী তালেবান জঙ্গিরা হামলা চালিয়েছে৷ উল্লেখ্য, পাকিস্তানে এর আগেও অনেকবার শিয়া সুন্নি বিরোধে বোমা হামলার ঘটনা ঘটেছে৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: জাহিদুল হক