1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে কনসুলেট কর্মীর গুলিতে ২ জন নিহত

২৮ জানুয়ারি ২০১১

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে মার্কিন কনসুলেটের এক কর্মী বৃহস্পতিবার দু’জন পাকিস্তানিকে গুলি করে হত্যা করেছে৷ বলা হয়েছে, অস্ত্র ডাকাতির চেষ্টা প্রতিরোধে আত্মরক্ষার্থে ঐ দুইজনকে গুলি করেন তিনি৷

https://p.dw.com/p/106NR
ছবি: AP

লাহোরের ব্যস্ত সড়কে গোলাগুলির পরে একজন প্রাদেশিক মন্ত্রী বলেছেন, ঐ মার্কিন কনসুলারের বিরুদ্ধে ২ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে৷ ঐ মার্কিন নাগরিক পুলিশকে জানিয়েছেন, তাঁর দিকে পিস্তল তাক করে ডাকাতির চেষ্টার সময়ে আত্নরক্ষার্থে তিনি দু'জন মোটরসাইকেল আরোহীকে গুলি করে হত্যা করেছেন৷

লাহোরের পুলিশ প্রধান আসলাম তারিন এএফপি-কে জানিয়েছেন, ‘‘ঐ মার্কিন নাগরিক জানিয়েছেন, ট্রাফিক সিগন্যালে তিনি যখন তাঁর গাড়িটি থামান, তখন তিনি দু'জন মোটর সাইকেল আরোহীকে দেখতে পান যাদের একজন তাঁর দিকে পিস্তল তাক করে ছিল৷ মার্কিন নাগরিক জানিয়েছেন, এই সময়ে তিনিও তাঁর পিস্তল বের করেন এবং আত্মরক্ষার্থে গুলি করেন৷ '' তারিন পরে এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, মোটর সাইকেল আরোহীদের কাছ থেকে দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে৷ একই সঙ্গে তিনি জানান যে, আগ্নেয়াস্ত্রধারী স্থানীয় কনসুলেটের একজন নিরাপত্তা কর্মকর্তা৷ পুলিশ প্রধান আরো জানিয়েছেন, গোলাগুলির সময়ে মার্কিন কনসুলেটের একটি গাড়ি দুইজন পথচারীকে চাপা দেয়, তাদের মধ্যে একজন প্রাণ হারিয়েছেন৷ লাহোর হাসপাতালের একজন শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবারের ঐ ঘটনায় মোট ৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন৷

ঘটনাস্থলে থাকা পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার সময়ে মার্কিন কনসুলেট কর্মী ওয়্যারলেস ব্যবহার করে সহকর্মীদের কাছ থেকে সাহায়্য চান এবং এর পরপরই দ্বিতীয় কনসুলারের গাড়ি তাঁকে উদ্ধার করতে ছুটে আসে৷

এদিকে জোড়া খুনের অভিযোগে ঐ মার্কিন কনসুলেট কর্মীকে শুক্রবার আদালতে হাজির করা হতে পারে বলে জানা গেছে৷ ওদিকে যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়েছে, গুলি বর্ষণের ঘটনার পরে অ্যামেরিকা বিরোধী বিক্ষোভ যাতে ছড়িয়ে না পরে সেজন্যে তারা জোর চেষ্টা চালাচ্ছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়