1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে কারখানায় আগুন দেয়ায় দুইজনের মৃত্যুদণ্ড

২৪ সেপ্টেম্বর ২০২০

পোশাক কারখানায় আগুন লাগানোর অপরাধে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত৷ কারখানাটির চার নিরাপত্তাকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে৷

https://p.dw.com/p/3ivZ3
ছবি: picture-alliance/dpa/R. Khan

করাচির পোশাক কারখানাটির মালিকের কাছে চাঁদা দাবি করেছিল অপরাধীরা৷ চাঁদা না পেয়ে কারখানাটিতে আগুন ধরিয়ে দেয় তারা৷ ২০১২ সালের এ ঘটনায় ২৬০ জন নিহত হয়৷

এদিকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা আগুন লাগানোর ঘটনায় সহযোগিতা করেছে এমন প্রমাণ পেয়েছে আদালত৷ আগুন লাগানোর সময় তারা কারখানার প্রবেশদ্বার তালাবদ্ধ করে দেয়৷ এতে হতাহতের সংখ্যা বেড়ে যায়৷

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি করাচির রাজনৈতিক দল মুত্তাহিদা কাওমি মুভমেন্ট-এর সদস্য৷ দলটি দেশভাগের সময় ভারত থেকে পাকিস্তানে পালিয়ে আসা মুসলমানদের প্রতিনিধিত্ব করে৷ 

আরআর/জেডএইচ (এপি)

গতবছর এপ্রিলের ছবিঘরটি দেখুন...