1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে ড্রোন আক্রমণে ৮ জার্মান সহ ১১ জঙ্গি নিহত

৫ অক্টোবর ২০১০

পাকিস্তানে আবারও মার্কিন চালকবিহীন বিমান ড্রোনের আক্রমণ হয়েছে৷ এবার নিহত হয়েছে ১১ জঙ্গি৷ এর মধ্যে ৮ জন জার্মান নাগরিক বলে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন৷

https://p.dw.com/p/PVPk
চালকবিহীন বিমান ড্রোনছবি: AP

সোমবার রাতে ড্রোন আক্রমণের ঘটনাটি ঘটে৷ স্থানটা ছিল মির আলি নামের একটি বাজার৷ যেটা মিরানশাহ থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত৷ এই মিরানশাহ হলো উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর৷ আর যুক্তরাষ্ট্রের মতে উত্তর ওয়াজিরিস্তান বিশ্বের সবচেয়ে অনিরাপদ জায়গা৷ সেখানকারই একটি বাড়িতে দুটি ক্ষেপনাস্ত্র ফেলা হয়েছিল৷ ইউরোপে হামলা হতে পারে বলে গত ক'দিন ধরে যে কথাবার্তা শোনা যাচ্ছে তার সঙ্গে নিহতদের কেউ কেউ জড়িত ছিল বলে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন৷ যেমন নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জার্মান বার্তা সংস্থা ডিপিএকে জানিয়েছেন যে, ফায়াজ নামের এক জার্মান নাগরিক ইউরোপে হামলা চালানোর পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল৷ সে গতকালকের ড্রোন আক্রমণে মারা গেছে৷

জার্মান জঙ্গি

নিহত জার্মান জঙ্গিরা ইত্তেহাদ-ই-জিহাদ বা আইজেইউ নামের একটি গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিলেন৷ জার্মানিতে বসবাসরত তুর্কি সম্প্রদায়ের মানুষের ওপর এই সংগঠনটির বেশ প্রভাব রয়েছে বলে জানা যায়৷ এছাড়া এপর্যন্ত শত শত ইউরোপীয় নাগরিককে তারা নিজেদের দলে ভেড়াতে সক্ষম হয়েছে৷ যার মধ্যে প্রায় ৬০ শতাংশই জার্মান নাগরিক, যারা পরিবার সহ পাকিস্তানের জঙ্গি অধ্যুষিত এলাকায় বসবাস করছেন৷

ইউরোপে হামলার পরিকল্পনা

মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজ ফ্রান্স ও জার্মানির কয়েকটি স্থানের নাম প্রকাশ করেছে যেখানে জঙ্গিরা হামলার পরিকল্পনা করেছিল বলে বলা হয়েছে৷ এক জার্মান-পাকিস্তানি নাগরিককে জিজ্ঞাসাবাদে এই তালিকা পাওয়া গেছে বলে জানিয়েছেন কয়েকজন গোয়ন্দা কর্মকর্তা৷ এদিকে যুক্তরাষ্ট্র আর ব্রিটেনের পর এবার জাপান ও সুইডেনও তাদের নাগরিকদের ইউরোপ ভ্রমণের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়