1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে ন্যাটো বাহিনীর রসদবাহী বহরে হামলা, নিহত ৭

৯ জুন ২০১০

আফগানিস্তানে মোতায়েন পশ্চিমা বাহিনীর জন্য রসদ বহনকারী প্রায় ৫০টি ট্রাকের উপর হামলা হয়েছে পাকিস্তানে৷ এই হামলায় প্রাণ হারিয়েছে ৭ জন৷ রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র ৩০ মিনিটের দূরত্বে এই হামলা সংঘটিত হয়৷

https://p.dw.com/p/Nlus
হামলার ট্রাকগুলোর আগুন নেভাবার চেষ্টাছবি: AP

ন্যাটো বাহিনীর রসদের উপর হামলা পরিচালন নতুন কোন ঘটনা নয়৷ তবে বুধবারের হামলাটির নতুনত্ব এই যে, হামলাটি পরিচালিত হয়েছে রাজধানীর খুব কাছে৷ তালেবান জঙ্গিদের আজকের এই হামলার পর পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে৷ উল্লেখ্য, এর আগের হামলাগুলোর বেশিরভাগই সংঘটিত হয়েছিল আফগানিস্তানের সীমান্ত লাগোয়া পাকিস্তানের এলাকাগুলোতে, যে সব এলাকা পরিচিত তালেবান জঙ্গি অধ্যুষিত হিসাবে৷ আর এবার হামলা ঘটলো খোদ রাজধানীর উপকণ্ঠেই৷

বুধবারের ঘটনাটি ঘটে আকস্মিকভাবেই৷ অন্তত ১০ জন হামলাকারী হামলাটি পরিচালন করে৷ তাদের কাছে ছিল আধুনিক অস্ত্রশস্ত্র৷ মোটর সাইকেল এবং জিপে চেপে তারা এসেছিল৷ রসদবাহী ট্রাকগুলোর পথ রুদ্ধ করে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই এলোপাথাড়ি গুলির ফলে সাত জনের প্রাণহানি ঘটে৷ আহতের সংখ্যাও একেবারে কম নয় বলেই জানাচ্ছে স্থানীয় পুলিশ৷

NO FLASH Pakistanische Armee Panzertransport
পাকিস্তানী সেনাবাহিনীর ট্যাংক যাচ্ছে ট্রেনে চেপে জঙ্গি বিরোধী অভিযানস্থলের দিকেছবি: picture alliance/dpa

ন্যাটোবাহিনীর জন্য এই সব ট্রাকে বহন করা হচ্ছিলো জ্বালানি, খাবার এবং অন্যান্য জিনিসপত্র৷ বলে রাখা ভালো, আফগানিস্তানে নিযুক্ত আন্তর্জাতিক বাহিনীর জন্য রসদের ৭৫ ভাগই সরবরাহ করা হয় পাকিস্তানের মধ্য দিয়ে৷ সর্বশেষ এ ধরণের রসদবাহী ট্রাকের উপর হামলা হয়েছিল গত এপ্রিল মাসে৷ পাঞ্জাব প্রদেশে এই হামলায় মারা গিয়েছিল ট্রাক বহরের নিরাপত্তায় থাকা পুলিশের চার সদস্য৷

বার্তা সংস্থাগুলো পরিবেশিত খবরে জানা যাচ্ছে, মঙ্গলবার দিনের শেষভাগে পাকিস্তানের উপজাতীয় অধ্যুষিত ওরাকজাই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর উপর হামলা পরিচালনা করেছে জঙ্গিরা৷ মারা গেছে ৬ জন৷ তবে এই ঘটনার জবাবও দিয়েছে নিরাপত্তা বাহিনী৷ তাদের দাবি, তাদের পরিচালিত অভিযানে প্রাণ হারিয়েছে ৩০ জঙ্গি৷ অন্যদিকে, একই দিন আফগান সীমান্ত লাগোয়া মোহমান্দ নামক অঞ্চলে পৃথক এক অভিযানের সময় নিহত হয়েছে ৬ জঙ্গি৷ সঙ্গে প্রাণ হারিয়েছে, ২ সরকারি সেনা৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন