1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে পাঁচ মার্কিনির বিরুদ্ধে অভিযোগ

১৮ মার্চ ২০১০

পাকিস্তানে আটক পাঁচ মার্কিন নাগরিকের বিরুদ্ধে সন্ত্রাসী পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে৷ যদিও তাদের দাবি এসবের সঙ্গে যুক্ত নয় তারা৷ অন্যদিকে, দেশটির উপজাতীয় এলাকায় ড্রোন বিমানের হামলার প্রাণ হারিয়েছে কমপক্ষে ১০ জঙ্গি৷

https://p.dw.com/p/MViU
অভিযোগ সন্ত্রাসী পরিকল্পনার (ফাইল ফটো)ছবি: AP

পাকিস্তানের একটি আদালত পাঁচ মার্কিন নাগরিককে বুধবার সন্ত্রাসী পরিকল্পনায় অভিযুক্ত করেছে৷ পাঁচ তরুণেরই বয়স ২০ এর কোঠায় এবং গত ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়া থেকে পাকিস্তানে আসে তারা৷ এরপরই পাঞ্জাব প্রদেশের সারগোদা থেকে আটক করা হয় তাদের৷

অভিযুক্তদের আইনজীবী হাসান দস্তগীর জানান, তার মক্কেলরা তাদের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগই অস্বীকার করেছে৷ এরমধ্যে পাকিস্তানে জঙ্গি তৎপরতা চালাতে অর্থ সংগ্রহের অভিযোগও রয়েছে৷ সারগোদার জঙ্গি প্রতিরোধ আদালতে তাদের বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়৷

তিনি জানান, আদালত আগামী ৩১ মার্চ মামলার শুনানির দিন ধার্য করেছে৷ সেদিন থেকে তাদের বিরুদ্ধে অভিযোগের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার শুরু হবে৷

জঙ্গিবাদ সম্পর্কিত অভিযোগ প্রমাণ হলে তাদের যাবজ্জীবন শাস্তিও হতে পারে৷ উল্লেখ্য, আটক পাঁচ মার্কিনির মধ্যে দুইজন পাকিস্তানী বংশোদ্ভুত এবং বাকিরা মিশর, ইয়েমেন এবং ইরিত্রিয়ান বংশোদ্ভুত৷ তাদের পরিবার গত নভেম্বরে জানায় যে, তাদের হদিস পাওয়া যাচ্ছে না৷

এদিকে, পাকিস্তানের উপজাতীয় এলাকায় সম্ভাব্য মার্কিন ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ১০ জঙ্গি৷ তালেবান এবং আল-কায়েদা জঙ্গিদের স্বর্গরাজ্য খ্যাত উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ শহরে প্রথম ড্রোন হামলাটি চালানো হয়৷ এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ড্রোন থেকে একটি গাড়ি ও একটি বাড়ি লক্ষ্য করে পর পর পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়৷ এতে প্রাণ হারায় ছয় জন এবং আহত হয় ৩ জঙ্গি৷

এই ঘটনার ৪৫ মিনিট পর মাইজ মাধা খেল এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় ড্রোন বিমান থেকে৷ পাকিস্তানের এক গোয়েন্দা কর্মকর্তার দাবি, এই ঘটনায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৪ জন৷

তিনি জানান, মৃতদেহ সেখানে বেশ কয়েক ঘন্টা পড়েছিল কিন্তু কেউ সেগুলো উদ্ধার করতে এগিয়ে যায়নি কারণ ড্রোন বিমানটি ঘটনাস্থলের উপরে চক্কর দিচ্ছিল৷

প্রসঙ্গত, গত দুই দিনে উত্তর ওয়াজিরিস্তানে এটি তৃতীয় ড্রোন হামলা৷ মঙ্গলবার সেখানে অপর এক ড্রোন হামলায় প্রাণ হারায় কমপক্ষে ১১ জঙ্গি৷ গত ডিসেম্বরে আফগানিস্তানে জর্ডানের এক গুপ্তচরের আত্মঘাতী হানায় সাত সিইএ কর্মকর্তা নিহত হওয়ার পর, উত্তর ওয়াজিরিস্তানে ড্রোন হামলা বাড়িয়েছে মার্কিন বাহিনী৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ