1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে ফেসবুকের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

৩১ মে ২০১০

পাকিস্তানে ফেসবুকের ওপর নিষেধাজ্ঞা আরোপ প্রত্যাহার করতে নির্দেশ দিয়েছে সেদেশের একটি আদালত৷ অন্যদিকে ফেসবুক বন্ধের প্রতিবাদে বাংলাদেশে বিক্ষোভ হয়েছে৷

https://p.dw.com/p/NdeJ

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গাত্মক চিত্র আঁকার কারণে কয়েকদিন আগে পাকিস্তানে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়৷ উল্লেখ্য, ইসলাম ধর্মমতে মহানবীর ছবি আকা নিষেধ৷ কিন্তু ফেসবুকের একটি গ্রুপে মহানবীর ছবি আকার জন্য আহ্বান জানানো হলে এই তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় মুসলিম দেশগুলোতে৷ এই পরিপ্রেক্ষিতে পাকিস্তানে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়৷ তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ১৯ মে লাহোর হাইকোর্টে আইনজীবীরা একটি আবেদন করেন৷ আদালত আজ সেই আবেদনের শুনানি শেষে ফেসবুকের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেয়৷ বিচারপতি এজাজ চৌধুরী সরকারকে ফেসবুকের পরিবর্তে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন লিংকগুলো বন্ধ রাখার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন৷ এরপর ফেসবুক উন্মুক্ত করে দেওয়া হলেও অনেক লিংক এখনও আটকে রাখা হয়েছে৷

বাংলাদেশে বিক্ষোভ

এদিকে ফেসবুক বন্ধ রাখার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বেশ কিছু ছাত্র ছাত্রী৷ তারা জানিয়েছে, ধর্মীয় অনুভূতির কথা বলে সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই সাইটটি বন্ধ করে দিয়ে তথ্য প্রবাহে বাধা সৃষ্টি করছে সরকার৷ উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ব্যঙ্গ ছবি প্রকাশিত হওয়ার পর সরকার ফেসবুক বন্ধ করে দেয়৷ তবে এই সিদ্ধান্তের জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অজুহাত দেখানো হয়েছে৷ ইতিমধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যঙ্গ ছবি প্রকাশের জন্য এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: দেবারতি গুহ