1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের হার দিয়ে শুরু

২৪ জানুয়ারি ২০২০

সাদামাটা পারফর্ম্যান্সে হার দিয়ে পাকিস্তান সফর শুরু করলো বাংলাদেশ৷ তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টি স্বাগতিকরা জিতে নিলো পাঁচ উইকেটে৷

https://p.dw.com/p/3WlzP
Pakistan vs Bangaldesch Vorbereitungen Cricket T20 Gaddafi Stadion in Lahore
ছবি: Getty Images/AFP/A. Ali

 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ৷ উইকেট ধরে রাখতে গিয়ে তামিম আর নাঈমের শুরুটা হয় ধীর গতিতে৷ ১১তম ওভারে তাদের ৭১ রানের জুটি ভাঙে তামিমের রান আউটে৷ ৩৪ বলে ৩৯ রান করে ফেরেন তিনি৷ রান আউটে ফেরেন লিটন দাসও৷ তিনি করেছেন ১৩ বলে ১২ করে৷ ৪১ বলে ৪৩ রান করে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ নাঈম৷ এরপর তেমন একটা রান তুলতে পারেননি কেউ৷ ২০ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের স্কোর দাড়ায় ১৪১৷ 

তারপর প্রথম ওভারের দ্বিতীয় বলেই বাবর আজমকে ফেরান শফিউল ইসলাম৷ পঞ্চম ওভারে মোহাম্মদ হাফিজের উইকেট তুলে নেন মোস্তাফিজুর৷ শেষের দিকে ম্যাচে কিছুটা নাটকীয়তার আভাস মিললেও তা নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ৷ ফিল্ডারদের তিন ক্যাচ মিসে তিন বল হাতে রেখে পাকিস্তান ম্যাচ জিতে নেয় পাঁচ উইকেটে৷ পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করে শোয়েব মালিক হয়েছেনি ম্যাচ সেরা৷ সিরিজের পরের ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে আগামীকাল (২৫ জানুয়ারি)৷ 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৪১/৫, ২০ ওভার (তামিম ৩৯, নাঈম ৪৩, লিটন ১২, মাহমুদউল্লাহ ১৯*; ইমাদ ৩-০-১৫-০, আফ্রিদি ৪-০-২৩-১, হাসনাইন ৪-০-৩৬-০, রউফ ৪-০-৩২-১, শাদাব ৪-০-২৬-১)

পাকিস্তান: ১৪২/৫, ১৯.৩ ওভার (বাবর ০, এহসান ৩৬, হাফিজ ১৭, মালিক ৫৮*, ইফতিখার ১৬; শফিউল ৪-০-২৭-২, মুস্তাফিজ ৪-০-৪০-১, আল-আমিন ৪-০-১৮-১, সৌম্য ২.৩-০-২২-০, আমিনুল ৪-০-২৮-১, আফিফ ১-০-৬-০) 

এফএস/এসিবি (ক্রিক ইনফো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য