1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে বোমা হামলা: সরকারের নিন্দা

১৩ মে ২০১১

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে আধা সামরিক বাহিনীর প্রশিক্ষণ শিবিরে শুক্রবার জোড়া বোমা হামলায় মৃতের সংখ্যা এখন পর্যন্ত দাঁড়িয়েছে কমপক্ষে ৮০ জনে৷ শুক্রবার তালেবান ঐ হামলার দায়িত্ব স্বীকার করেছে৷

https://p.dw.com/p/11FX6
চলতি বছরে এটা সবচেয়ে ভয়াবহ হামলাছবি: AP

দায়িত্ব স্বীকার করে তালেবান বলেছে, ওসামা বিন লাদেনের মৃত্যুর প্রতিশোধ নিতেই ঐ হামলা চালানো হয়েছে৷ শুক্রবারের ঐ হামলায় আহত হয়েছে আরো প্রায় ১৪০ জন৷ তাদের মধ্যে ৪০ জনের অবস্থা গুরুতর৷ আর সে কারণে মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ পাকিস্তানে চলতি বছরে এটা সবচেয়ে ভয়াবহ হামলা৷ ২ মে মার্কিন বিশেষ বাহিনী ওসামা বিন লাদেনকে হত্যা করার পর থেকেই পাকিস্তান সরকার রয়েছে গভীর সংকটে৷

শুক্রবার সকালে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের আধাসামরিক বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি ঐ বোমা হামলা চালায়৷ প্রথমে মৃতের সংখ্যা ৬৯ বলে জানানো হলেও, পরে বার্তা সংস্থা এপিসহ অন্যান্যরাও মৃতের সংখ্যা বাড়ার এই খবর দেয়৷ ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর এটি প্রথম বড় আকারের হামলা৷ পেশাওয়ার থেকে ৩০ কিলোমিটার উত্তরে শবকদর এলাকায় বোমা হামলার এই ঘটনা ঘটে৷ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে ৬৬ জন আধাসামরিক বাহিনীর সদস্য৷ বাকী কয়েকজন বেসামরিক লোক৷ বোমার আঘাতে বারোটি গাড়ি ভষ্মীভূত হয়৷ পাকিস্তান তালেবানের মুখপাত্র আহসানুল্লাহ আহসান প্রথম জানান যে, বিন লাদেনের মৃত্যুর প্রতিশোধ নিতেই ঐ হামলা চালানো হয়েছে৷ গোপন এক স্থান থেকে এএফপিকে ঐ মুখপাত্র আরো বলেন, অপেক্ষা করুন, পাকিস্তান এবং আফগানিস্তানে আরো বড় হামলা চালানো হবে৷

Pakistan Anschlag
পাকিস্তান সরকার ঐ হামলার নিন্দা করেছে৷ নিন্দা করেছে ব্রিটেনওছবি: AP

এদিকে পাকিস্তান সরকার ঐ হামলার নিন্দা করেছে৷ নিন্দা করেছে ব্রিটেনও৷ ব্রিটেন একই সঙ্গে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে পাকিস্তানকে সমর্থন দেওয়ার অঙ্গিকার করেছে৷

চারসাদা জেলার পুলিশ প্রধান নিসার খান মারওয়াত বলেছেন, দুটোই আত্মঘাতী হামলা৷ প্রথম আত্মঘাতী হামলাকারী মোটরসাইকেলে করে আসে এবং আধাসামরিক বাহিনীর সদস্যদের ওপরে বিস্ফোরণ ঘটায়৷ এররপরেই আসে দ্বিতীয় মোটরসাইকেল আরোহী এবং নিজেকে উড়িয়ে দেয়৷ বিন লাদেনের মৃত্যুর বদলা নিতে তালেবান গত সপ্তাহেই নিরাপত্তা বাহিনীর ওপরে হামলার হুমকি দিয়েছিল৷ শবকদর এলাকাটি আফগান সীমান্ত সংলগ্ন৷ পেশাওয়ার থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত৷

Al-Kaida-Führer Osama bin Laden
ওসামা বিন লাদেনের মৃত্যুর প্রতিশোধ নিতেই ঐ হামলা চালানো হয়েছেছবি: picture-alliance/dpa

এদিকে বিন লাদেনের মৃত্যু এবং পরে করনীয় নিয়ে সেনাবাহিনীর প্রধানরা শুক্রবার দিনের শেষে পার্লামেন্টে আলোচনায় বসার কথা৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী