1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে ভয়াবহ বন্যায় ৪ শতাধিক মানুষের মৃত্যু

৩১ জুলাই ২০১০

প্রবল মৌসুমী বৃষ্টিপাতে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় বুধবার থেকে এই পর্যন্ত ৪০৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তথ্যমন্ত্রী মিয়া ইফতিখার হুসেইন৷ কয়েক দশকের মধ্যে দেশটিতে এমন ভয়াবহ বন্যা আর দেখা দেয়নি৷

https://p.dw.com/p/OYkk
বন্যাছবি: UNI

তিনদিনের টানা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় খাইবার-পাখতুনখা প্রদেশে বাড়িঘর, বহু সেতু, বিদ্যালয়, সড়ক, এবং রেলপথ ধ্বংস হয়ে গেছে৷ হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন৷ উদ্ধার তৎপরতার জন্যে পানিবন্দী গ্রামগুলোতে পৌঁছাতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে৷

প্রাদেশিক রাজধানী পেশোয়ারে তথ্যমন্ত্রী মিয়া ইফতিখার হুসেইন সাংবাদিকদের বলেন, বন্যার পানি বাড়ার কারণে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি৷ প্রাণহানি সম্পর্কে বিভিন্ন জেলা থেকে আসা প্রাথমিক খবরের কথা উল্লেখ করে তিনি বলেন, এই পর্যন্ত ৪০৮ জনের মৃত্যুর কথা নিশ্চিতভাবে জানা গেছে৷

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা উত্তরপশ্চিমাঞ্চলের সোয়াত উপত্যকা, নওশেরা এবং চারসাদা শহর৷ এইসব এলাকায় নদীতীরের ঘরবাড়ি এবং হোটেল বন্যার পানিতে ভেসে গেছে৷ নওশেরা শহরের অর্ধেকই এখন পানির নীচে৷ একটি সামরিক হাসপাতাল এবং ক্যান্টনমেন্ট এলাকার অন্যান্য ভবন এখন অর্ধেক পানির নীচে৷ উদ্ধার এবং ত্রাণ তৎপরতায় নিয়োজিত পাকিস্তান সেনাবাহিনী বলছে বন্যাকবলিত এলাকা থেকে তারা এই পর্যন্ত ১৪ হাজার ২৫০ জনকে উদ্ধার করেছে৷ সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বন্যা উপদ্রুত এলাকায় বিমান থেকে তারা প্রায় ৫০ টন খাবার ফেলেছে৷

এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী মিয়া ইফতিখার হুসেইন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেছেন, তারা যদি সাহায্য করতে চান, তাহলে এখনই সাহায্য করুন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম