1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে মার্কিন কনস্যুলেটের গাড়িতে বোমা হামলা

২০ মে ২০১১

পাকিস্তানের পেশোয়ার শহরে মার্কিন কনস্যুলেটের গাড়ি বহরে বোমা হামলা চালানো হয়েছে৷ হামলায় একজন নিহত এবং ১১জন আহত হয়েছে৷

https://p.dw.com/p/11K9J
বিন লাদেন নিহত হবার পর থেকে এই রকম একের পর এক হামলা চালাচ্ছে তালেবান বাহিনী ( ফাইল ফটো)ছবি: DW

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের শহর পেশোয়ারে শুক্রবারে এই হামলার দায়িত্ব শিকার করেছে পাকিস্তানী জঙ্গি গোষ্ঠী তালেবান৷ সেইসঙ্গে তালেবান পরবর্তীতে আরো হামলার হুমকি দিয়েছে৷ আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের হত্যার পর পাকিস্তানে মার্কিন কোনো নাগরিককে লক্ষ্য করে এটাই প্রথম হামলা৷

মার্কিন দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলের ঐ শহরে বোমা হামলায় মার্কিন কোনো নাগরিক গুরুতর আহত হননি৷ পুলিশ জানিয়েছে, দু'জন বিদেশি সামান্য আহত হয়েছে এবং কনস্যুলেটের দুটি বুলেটপ্রুফ গাড়ির মধ্যে একটি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ হামলাকারীরা আরেকটি গাড়িতে আগে থেকেই প্রায় ৫০ কিলো বিস্ফোরক রেখেছিলো এবং রিমোট কন্ট্রোলের সাহায্যে সেটার বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

Dossierbild2 Al-Kaida-Führer Osama bin Laden
হামলার দায়িত্ব শিকার করেছে জঙ্গি গোষ্ঠী পাকিস্তানী তালেবানছবি: picture-alliance/dpa

বার্তা সংস্থা এএফপিকে মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেছেন, হামলার সময় মার্কিন কনস্যুলেটের দু'টি গাড়ি তখন পথে ছিল৷ একটি গাড়িতে কয়েকজন মার্কিন কূটনীতিক এবং পাকিস্তানী একজন চালক ছিলেন৷ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা লিয়াকত আলী জানিয়েছেন, একজন স্থানীয় মানুষ ঐ রাস্তা দিয়ে মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন, যিনি এই বোমা হামলায় নিহত হয়েছেন৷ আহত ১১জনের মধ্য দু'জন বিদেশি রয়েছেন৷ তবে তারা গুরুতর আহত হননি৷ তিনি বলেন, বিদেশি দু'জনকে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷

পাকিস্তানী টেলিভিশনেও বোমা বিধ্বস্ত গাড়িটিকে দেখানো হয়েছে৷ পেশোয়ারে বোমা নিষ্ক্রিয়কারক দলের প্রধান হুকম খান বলেছেন, ৫০ কিলো ওজনের বিস্ফোরক গাড়িতে রাখা ছিল এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে এর বিস্ফোরণ ঘটানো হয়েছে৷ তিনি আরো বলেন, তেমন শক্তিশালী কোনো বিস্ফোরক ছিলনা যেকারণে যে পরিমাণ ক্ষতি হওয়ার কথা ছিল তা হয়নি৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন