1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে বিমান বিধ্বস্ত

৭ ডিসেম্বর ২০১৬

পাকিস্তানের একটি যাত্রীবাহী বিমান চিত্রল থেকে রাজধানী ইসলামবাদের উদ্দেশ্যে যাত্রা শুরুর একটু পরই বিধ্বস্ত হয়েছে৷ ৪২ জন যাত্রীসহ বিমানে উপস্থিত ৪৮ জনের সবারই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷

https://p.dw.com/p/2Tul7
পাকিস্তানের বিমান বিধ্বস্ত
ছবি: picture-alliance/AA

বার্তা সংস্থা এপিকে এক পুলিশ কর্মকর্তা জানান, ইসলামাবাদ থেকে ৭৫ কিলোমিটার উত্তর-পশ্চিমের গ্রাম হাভেলিতে বিমানটি বিধ্বস্ত হয়৷ তাঁর আশঙ্কা, বিমানের কেউ আর জীবিত নেই৷ সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যে ৩৬ টি লাশ উদ্ধারের কথা জানানো হয়েছে৷

বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি৷ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-এর অভ্যন্তরীন ফ্লাইট পিকে-৬৬১ পাহাড়ি শহর চিত্রল থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরুর পরপরই রাডারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ তারপর দেশটির উত্তর-পশ্মিমের শহর হাভেলির কাছের ছোট্ট এক গ্রামে বিধ্বস্ত হলে স্থানীয়রা বিমানের দিকে ছুটে আসেন৷

টিভি ফুটেজে ছুটে আসা স্থানীয়দের যাত্রী উদ্ধারের চেষ্টা করতে দেখা গেছে৷ পরে সেনাবাহিনী এসে উদ্ধারের কাজ শুরু করে৷
যাত্রীদের নামের তালিকা অনুযায়ী, ৪৭ জনের ৪৪ জনই পাকিস্তানের নাগরিক আর বাকি তিনজন বিদেশি৷ বিদেশিদের মধ্যে দু’জন জার্মান নাগরিকও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে৷

পাকিস্তানে বিমান দুর্ঘটনা নতুন কিছু নয়৷ ২০১০ সালে ইসলামাবাদে এক বিমান দুর্ঘটনায় ১৫০ জন নিহত হন৷ গত বছর কূটনীতিকদের নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলকপ্টার বিধ্বস্ত হয়৷ সেই দুর্ঘটনায় সাতজনের প্রাণ যায়৷ সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য বিমান দুর্ঘটনার তালিকায় ২০১২ সালের একটি দুর্ঘটনারও উল্লেখ করতেই হয়৷ সে বছর বেসরকারি বিমান সংস্থার একটি বিমান ইসলামাবাদের কাছেই বিধ্বস্ত হওয়ায় ১২৭ জনের মৃত্যু হয়৷

এসিবি/ডিজি  (এপি, ডয়চে ভেলে)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য