1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া নজরদারি

১৩ ফেব্রুয়ারি ২০১৯

সামাজিক যোগাযোগ মাধ্যমে নজদারি বাড়াতে যাচ্ছে পাকিস্তান সরকার৷ সরকারের দাবি, ‘হেট স্পিচ ও চরমপন্থা' ঠেকাতে এ ব্যবস্থা নেয়া হচ্ছে৷ ‘হেট স্পিচ ও চরমপন্থা' ছড়িয়ে দেয়ার অভিযোগে কয়েকজনকে আটকও করা হয়েছে৷ 

https://p.dw.com/p/3DKRO
Facebook F8 Conference
ছবি: Getty Images/J. Sullivan

পাকিস্তানের তথ্য মন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে আনতে বিশেষ ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর পোস্ট দেয়ার অভিযোগে কর্তৃপক্ষ একজন সাংবাদিককে গ্রেপ্তার করার একদিন পরই তথ্যমন্ত্রী এ কথা জানান৷

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের অনেকের বিরুদ্ধেই গণমাধ্যমের উপর চাপ প্রয়োগের অভিযোগ রয়েছে৷ গত কয়েক বছরে দেশটির কয়েকশ' সংবাদমাধ্যমের ওয়েবসাইট ও বেশ কিছু নাগরিকের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়৷

পাকিস্তানের অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগারদেরকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত লেখার জন্য প্রতিনিয়তই হুমকি দেয়া হচ্ছে বলেও জানানো হয়৷ শুধু তাই নয়, দেশটির মূলধারার গণমাধ্যমকেও প্রতিনিয়ত সরকারের চাপের মুখে থাকতে হয়৷ সরকারের চাপের মুখে গত মঙ্গলবার নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি নিবন্ধ পাকিস্তানের একটি সংবাদমাধ্যম প্রকাশ করতে পারেনি৷ নিউইয়র্ক টাইমসে প্রকাশিত ওই নিবন্ধটিতে পাকিস্তানের সেনাবাহিনীর সমালোচনা করা হয়েছিল৷ 

তবে পাকিস্তান সরকার বলছে, দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়েছে৷ তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বক্তৃতায় বলেন, ‘বেনামী ডিজিটাল মিডিয়ার' প্রভাব বেড়েই চলেছে৷ এটি এখন দেশের মূলধারার গণমাধ্যমের উপর প্রভাব ফেলতে শুরু করেছে৷ ‘‘এ কারনে এ সকল ‘বেনামী ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণ করা জরুরি'' বলে মন্তব্য করেন তিনি৷

আরআর/এসিবি (এএফপি)