1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাছে ওবামার মাথায় নারকেল না পড়ে

৩ নভেম্বর ২০১০

ছোট বা বড়, কাঁচা বা পাকা যে ধরণের নারকেলই হোক, মুম্বাই শহরের গান্ধী মিউজিয়ামের চারপাশের সব নারকেল পেড়ে ফেলছে মুম্বাই পৌর কর্তৃপক্ষ৷ পাছে মার্কিন প্রেসিডেন্টের মাথায় নারকেল না পড়ে, তার জন্যই এই বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা৷

https://p.dw.com/p/PxFY
আর ক’দিনের মধ্যেই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাছবি: AP

আর দু'দিন পরেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা'র ভারত সফর করার কথা রয়েছে৷ নভেম্বরের ৬ তারিখ থেকে ওবামা'র তিনদিনের এই সফরকে ঘিরে মুম্বাই শহরে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা৷

দক্ষিণ মুম্বাই'এর ‘মনি ভবন'এর আশপাশে দাঁড়িয়ে রয়েছে একের পর এক নারিকেল গাছ৷ ভারতের স্বাধীনতা আন্দোলনের পথিকৃৎ মহাত্মা গান্ধী ১৯১৭ এবং ১৯৩৪ সালের মধ্যে মুম্বাই সফর করার সময় এই ভবনেই থাকতেন৷ মনি ভবনের নির্বাহী সম্পাদক মেঘশ্যাম আজগাওনকার বার্তা সংস্থা এএফপি'কে বলেছেন, ‘‘নারকেলগুলো এমনিতেই পড়ে যাচ্ছিলো৷ তাই আমরা স্থানীয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছি বাকিগুলোকেও পেড়ে ফেলার জন্য৷''

Traditional Industries
মুম্বাই শহরের গান্ধী মিউজিয়ামের চারপাশের সব গাছ থেকে নারকেল পেড়ে ফেলছে কর্তৃপক্ষছবি: Luke Jaworski

তিনি বলেন, শনিবার ওবামার সফরের আগেই আগাম হুঁশিয়ারি হিসেবে ভবনের মিউজিয়াম এবং গ্রন্থাগারের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এটি করা হয়েছে৷ ওবামা মহাত্মা গান্ধীর একজন অনুরক্ত৷ তাঁর জীবনের একটা বড় অনুপ্রেরণা গান্ধী৷ তিনি নোবেল শান্তি পুরস্কারের বাণীতেও মহাত্মা গান্ধীর কথা উল্লেখ করেছিলেন৷ এমনকি যুক্তরাষ্ট্রে ওবামার সেনেট অফিসেও তাঁর একটি ছবি টাঙানো ছিলো৷ ভারতে আসার পর তিনি গান্ধীর জীবন ও দর্শন সম্পর্কে আরও জানতে চাইবেন এমন আভাসই পাওয়া গেছে৷ গত বছর ভারতের প্রধানমন্ত্রী মন মোহন সিং ওবামাকে ভারতে আসার আমন্ত্রণ জানান৷ তার প্রেক্ষিতে এবছর জুন মাসেই মার্কিন প্রেসিডেন্ট ভারতে সফর করার পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছিলেন৷ ৬ তারিখে মুম্বাই সফর শেষে ৭ তারিখে দিল্লিতে যাওয়ার কথা রয়েছে তাঁর৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক