1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার বাংলাদেশে

১৭ জুন ২০১০

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কারে সাফল্য এবং বিশ্বকাপের নতুন ঘটন এবং অঘটনের খবরই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আজকের পত্র-পত্রিকায়৷ রয়েছে বাংলাদেশের উন্নয়নে সুইডেন এবং চীনের সহায়তা নিয়ে খবর৷

https://p.dw.com/p/NshV
জাতীয় সংসদ ভবন (ফাইল ছবি)ছবি: Harun Ur Rashid Swapan

পাটের জন্ম রহস্য, জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেছে বাংলাদেশ৷ এর ফলে বাংলাদেশ উন্নত মানের পাট চাষ এবং বীজ উদ্ভাবন করতে সক্ষম হবে৷ উন্নয়নশীল দেশের মধ্যে মালয়েশিয়ার পর বাংলাদেশই দ্বিতীয় দেশ, যারা এই অসাধ্য সাধন করতে পেরেছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাতীয় সংসদে পাটের জন্ম রহস্য আবিষ্কারের এই তথ্যটি সগর্বে উচ্চারণ করেন৷ দৈনিক প্রথমআলো, জনকণ্ঠ, সমকাল, কালেরকণ্ঠ, ডেইলি স্টারসহ সব পত্রিকার প্রথম পাতায় স্থান পেয়েছে এই সাফল্যের খবর৷ এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা করেন, পাটের জন্ম রহস্য উদ্ঘাটন সম্পর্কে আমরা শুরু থেকেই গোপনীয়তা রক্ষা করেছি এবং এটাই আমি প্রথমে সংসদে ঘোষণা করলাম৷ এই গবেষণার ইন্টেলেকচুয়াল রাইট যেন বাংলাদেশেরই থাকে - সেজন্য এখন দ্রুত ব্যবস্থা নিতে হবে৷ বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়ো কেমিস্ট্রি এবং বায়ো টেকনোলজির একদল তরুণ গবেষক আবিষ্কার করেছেন পাটের এই জিনোম সিকোয়েন্স৷

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আজ

বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আজ৷ উৎসবমুখর ব্যাপক প্রচারণা শেষে ভোটের লড়াইয়ের জন্য প্রস্তুত চট্টগ্রাম৷ সকাল ৮টা থেকে শুরু হয়ে নির্বাচন চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত৷ এরপর ভোট গণনার প্রক্রিয়া শুরু হবে৷ নির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে৷ দৈনিক যায়যায়দিন, ইত্তেফাক, সমকাল, জনকণ্ঠ, নিউএইজসহ সব পত্রিকার শীর্ষ খবরগুলোর অন্তর্ভুক্ত এটি৷ খবরে বলা হচ্ছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দেশের ইতিহাসে প্রথম ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট নেয়া হবে আজ৷ মহানগরীর জামালখান ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে এই ব্যবস্থায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে৷ তবে নতুন প্রযুক্তিতে যদি কেউ ভোট দিতে না চান তবে ব্যালটে ভোট গ্রহণের ব্যবস্থাও থাকবে৷ নির্বাচনে ৮ জন মেয়র প্রার্থী এবং ৩১২ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ নির্বাচন উপলক্ষে নগরজুড়ে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা৷ পুলিশ, ব়্যাব, সেনাবাহিনী, বিডিআর, আনসার-ভিডিপি এবং কোস্টগার্ডসহ ২০ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মি নগরীর ৬৭৩ টি ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন৷

গ্রেপ্তারের ২ ঘণ্টা পর মুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরী

গ্রেপ্তারের ২ ঘণ্টা পর ছাড়া পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী৷ বুধবার রাত সাড়ে ১১টার দিকে তিনি কোতোয়ালি থানা থেকে ছাড়া পান৷ তাঁকে গত ৯ জুন নির্বাচন কমিশনের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল৷ তবে নির্বাচন কমিশনের রিটানিং কর্মকর্তার লিখিত অনুরোধে পুলিশ তাঁকে ছেড়ে দেয়৷ চৌধুরীর আটক নিয়ে নাটকের খবরটি দৈনিক প্রথমআলো, ইত্তেফাক, সমকালসহ সব পত্রিকারই প্রথম পাতায় জায়গা করে নিয়েছে৷ খবরে বলা হয়েছে, পুলিশ ও দলীয় সূত্র জানায়, বিকেল সোয়া পাঁচটার দিকে চারটি গাড়ি নিয়ে নগরের বাকলিয়া থেকে মূল শহরে প্রবেশের সময় চৌধুরীকে পুলিশ আটকে দেয়৷ প্রত্যক্ষদর্শীরা জানায়, চৌধুরীর গাড়ি দীর্ঘ সময় ধরে আটকে রাখায় উত্তেজিত কর্মী-সমর্থকরা সন্ধ্যার দিকে থানা আক্রমণের চেষ্টা চালায়৷ উত্তেজিত কর্মীরা তিন ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ করে রাখে৷ ফলে বহদ্দারহাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়৷

গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম