1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাটের নৌকায় কুয়াকাটা থেকে লা সিওতা

২ সেপ্টেম্বর ২০১০

নৌকায় করে দূর যাত্রার গল্প নতুন নয়৷ সেই ক্রিস্টোফার কলম্বাস থেকে শুরু করে হালের কোরঁত্যাঁ দ্য শাতেলপেরঁ সবাই নৌকায় করেই পাড়ি দিয়েছেন হাজার হাজার মাইল৷ খটকা লাগছে নাতো! কলম্বাসকে তো চেনেন কিন্তু এই শাতেলপেরঁ আবার কে?

https://p.dw.com/p/P2ED
পাটের নৌকায় কোরঁত্যাঁ দ্য শাতেলপেরঁছবি: Muntasir Mamun Imran

ফরাসি তরুণের পাটের নৌকা

কোরঁত্যাঁ দ্য শাতেলপেরঁ একজন ফরাসি প্রকৌশলী৷ সম্প্রতি সমুদ্র পথে বাংলাদেশ থেকে ফ্রান্স পর্যন্ত নৌকায় ভ্রমণ করেছেন তিনি৷ তাও আবার যে সে নৌকা নয়, পাট আর কাচ দিয়ে তৈরি নৌকা৷ সাকুল্যে নৌকার দৈর্ঘ্য নয় মিটার৷ কোরঁত্যাঁ এজন্য সময় নিয়েছেন ১৮৩ দিন৷ কিন্তু কেন তাঁর এই নৌকা ভ্রমণ৷ কোরঁত্যাঁ'র কথায়, ‘‘বাংলাদেশের জন্য এমন একটা কাজ করতে পেরে আমি অনেক খুশি৷ আমি আবার বাংলাদেশে যাবো৷ এর উপরে আরো কাজ করতে৷ আমি সবার সহযোগিতা কামনা করছি৷''

Corentin de Chatelperron Segeln Bangladesh Frankreich Flash-Galerie
১৬ ফেব্রুয়ারি, ছোট্ট নৌকায় কুয়াকাটার সমুদ্র সৈকত ত্যাগ করছেন শাতেলপেরঁছবি: Muntasir Mamun Imran

কোকোর যাত্রা শুরু ১৬ ফেব্রুয়ারি

কোরঁত্যাঁ দ্য শাতেলপেরঁ ডাক নাম কোকো৷ তাঁর দীর্ঘ নৌযাত্রার শুরুটা হয় গত ১৬ ফেব্রুয়ারি, কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে৷ পুরো সফরে তাঁর সঙ্গী শুধু নৌকাটাই৷ তবে মাঝখানে অল্প একটু বিপদসঙ্কুল পথ তিনি পাড়ি দিয়েছেন একটি জাহাজের সহায়তা নিয়ে৷ সেটি অবশ্য শুধুই জলদস্যুর আতঙ্কে৷ এছাড়া অবশ্য সমুদ্রের পাখি আর ডলফিনদের কিছুটা সঙ্গ পেয়েছেন তিনি৷

১৭ আগস্ট ফ্রান্সের লা সিওতায় পৌঁছে কোকোর নৌকা৷ গায়ে লাল-সবুজ গেঞ্জি চাপিয়ে নিজ দেশে পা রাখেন তিনি৷ কোন রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ছিল তাঁর এই রোমাঞ্চকর যাত্রা৷

Corentin de Chatelperron Segeln Bangladesh Frankreich Flash-Galerie
পুরো সফরে কোরঁত্যাঁর সঙ্গী শুধু নৌকাটাইছবি: Muntasir Mamun Imran

শতভাগ জৈব উপকরণ দিয়ে জাহাজ

কোকোর যাত্রা শুরুটা এবং শেষটা দেখেছেন বাংলাদেশের মুনতাসির মামুন ইমরান৷ কোকোর সফর সম্পর্কে ডয়চে ভেলেকে তথ্য এবং আলোকচিত্র দিয়ে সহায়তা করেছেন তিনি৷ মুনতাসির মামুন এর কথায়, ‘‘কোকোর বয়স হচ্ছে ২৬ বছরের মতো৷ নৌকার নির্মাণশৈলী দেখে সে উদ্বুদ্ধ হয়৷ এরপর পাটের সঙ্গে এই নৌকাকে জুড়ে দেয়ার চিন্তা শুরু করে সে৷''

কোকোর ইচ্ছা বাংলাদেশের পাট নিয়ে গবেষণার৷ কেননা এই পাট দিয়ে জাহাজ তৈরি সম্ভব৷ প্রাথমিকভাবে যে নৌকাটি কোকো তৈরি করেছেন সেটিতে ৪০ শতাংশ পাটের আঁশ আর ৬০ শতাংশ কাচ রয়েছে৷ সেটিকে সাগরে ভাসিয়ে সফলতাও দেখিয়েছেন তিনি৷ তাই এবার শতভাগ জৈব উপকরণ দিয়েই জাহাজ বানাতে চান কোকো৷

কাচ নয় পাট

Corentin de Chatelperron Segeln Bangladesh Frankreich Flash-Galerie
১৭ আগস্ট ফ্রান্সের লা সিওতায় পৌঁছে কোকোর নৌকাছবি: Muntasir Mamun Imran

প্রশ্ন আসতে পারে পাটের আঁশকে নৌকা তৈরিতে বেছে নিলেন কেন কোকো? তাঁর কথায়, শন বা এ জাতীয় প্রাকৃতিক আঁশ নিয়ে ফ্রান্সে বহু গবেষণা হয়েছে৷ বাংলাদেশে গবেষণা করা হয়েছে পাটের আঁশ নিয়ে৷ তবে, নৌযান তৈরির ক্ষেত্রে পাট নিয়ে সরাসরি কোন সমীক্ষা হয়নি৷

কোকোর মতে, বাংলাদেশের মতো একটি দেশে আঁশ জাতীয় কাচ থেকে জাহাজ বানানো লাভজনক নয়৷ তাই, এর বিকল্প হতে পারে পাটের আঁশ৷ মোটের ওপর পাট দিয়ে তৈরি নৌকা সহজে ডোবারও ভয় নেই বলে জানান কোকো৷

উল্লেখ্য, বাংলাদেশের সোনালী আঁশ পাট৷ সাম্প্রতিক সময়ে পাটের জেনোম আবিষ্কার ছিল বাংলাদেশের অন্যতম বড় সাফল্য৷ সেই সাফল্যের সঙ্গে জাহাজ তৈরিকে জুড়ে দিলে বাণিজ্যিকভাবে অনেকটাই লাভবান হওয়া সম্ভব৷ সম্ভব এই খাতে বিনিয়োগ বাড়ানো - বলছেন বিশেষজ্ঞরা৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন