পাঠক বারিকের মন্তব্য ‘ডয়চে ভেলেই সেরা' | পাঠক ভাবনা | DW | 13.06.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

পাঠক বারিকের মন্তব্য ‘ডয়চে ভেলেই সেরা'

অরগ্যানিক খাবার নিয়ে ডয়চে ভেলের প্রতিবেদনগুলোও সত্যিই অরগ্যানিকের মতোই৷ এই প্রতিবেদনটি ছিল সময় উপযোগী৷ আমাদের চার পাশের খাবারগুলোর যে অবস্থা, এতে ডয়চে ভেলে সুপারম্যানের পরিচয় দিয়েছে৷

এভাবেই লিখেছেন বন্ধু এমএ বারিক, ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া, বাংলাদেশ থেকে৷ তিনি আরো লিখেছেন, ‘‘পাঠকরা এ জন্য ডয়চে ভেলেকে বেশি পছন্দ করে৷ ডয়চে ভেলেই যে সেরা – তার প্রমাণ পেলাম ‘কুখ্যাত মার্কিন বন্ধি শিবির গুয়ানতানামো' শীর্ষক প্রতিবেদনটিতে৷ অসাধারণ এই প্রতিবেদনটির জন্য ডয়চে ভেলেকে জানাই অকৃতিম ভালোবাসা৷ সত্যিই প্রতিবেদনের তথ্যগুলো আমার জ্ঞানের ভাণ্ডারকে আরো বিকশিত করবে৷''

বন্ধু বারিকের কথায়, ‘‘‘পুরুষদের স্তনেও ক্যানসার হতে পারে' নামক প্রতিবেদনটি পড়ে সত্যিই আমি চমকে উঠলাম৷ দারুণ উপকৃত হয়েছি ডয়চে ভেলের এই প্রতিবেদনটি পড়ে৷ এ ধরনের তথ্য পাঠকদের খুব উপকারে আসবে৷ তাছাড়া বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রতিবেদনগুলো পড়েও আমি দারুণ মজা পাচ্ছি৷ সেজন্য ধন্যবাদ ডয়চে ভেলের সাথে জড়িত সকল কর্মকর্তাকে৷''

‘বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষ্যে বিশেষ কুইজের আয়োজন করায় ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ এই ধাঁধায় আশানুরূপ সাড়া পাবেন সেটাই আশা রাখছি৷ পুরস্কার যাই হোক না কেন, বিজয়ী হওয়াটাই আমাদের জন্য যথেষ্ট আনন্দের ব্যাপার৷ ওয়েবসাইটে জার্মান দলের কিছু আকর্ষণীয় ছবি দেখে খুব ভালো লাগলো৷ জার্মান দলের সাফল্য কামনা করছি৷'' লিখেছেন বিধান চন্দ্র টিকাদার, গুলশান, ঢাকা৷

এবারের ই-মেলটি পাঠিয়েছেন সুভাষ চক্রবর্তী৷ তিনি লিখেছেন, ‘‘ফুটবলের বিশ্বযুদ্ধ বিশ্বকাপ ফুটবলের জ্বরে আক্রান্ত হয়ে ওয়েবসাইট খুলে আজকাল প্রথমেই চোখের দৃষ্টি নিবদ্ধ করছি খেলার পাতাটির দিকে৷ ১২ তারিখ থেকে তাই আরও আকর্ষণীয় হয়ে উঠবে ডয়চে ভেলের ওয়েবসাইটের খেলার পাতা৷ থাকবে আরও নতুন নতুন এবং সর্বশেষ তথ্য৷ খেলার খবর পড়ার জন্য খবরের কাগজ তো আছেই, কিন্ত ওয়েবসাইটে তুলে ধরা পরিবেশনাগুলো যে আরও প্রাণবন্ত লাগে!''

বন্ধু সুভাষ চক্রবর্তী আরো লিখেছেন, ‘‘‘সমাজ সংস্কৃতি' পাতাটি খুব ভালো করে দেখা হচ্ছে না৷ তবে সম্প্রতি ‘অন্তঃপুরে এক নারীর দু'বছরের সংগ্রাম' লেখাটি দেখে পড়ে নেবার আগ্রহ ছাড়তে পারলাম না৷ আর পড়ে জানতে পারলাম অসাধারণ এক সংগ্রামী নারী জিনাত আখরাসের জীবন সংগ্রামের কথা৷ জানিনা, ওয়েবসাইটের মাধ্যমে এই লেখাটি না পেলে এই সংগ্রামী নারীর সম্পর্কে জানতে পারতাম কিনা৷ এখানেই তো ডয়চে ভেলের সাংবাদিকতার অসাধারণত্ব৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন