1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পানির উপর নাটক!

৯ নভেম্বর ২০১৮

শিল্পকলা কি শুধু হাতে গোনা কিছু বুদ্ধিজীবীর জন্য সীমিত থাকা উচিত? ফ্রান্সের এক গোষ্ঠী বিনামূল্যে পানির উপর চোখ ধাঁধানো শো মঞ্চায়ন করে শিল্পকে সাধারণ মানুষের কাছে নিয়ে আসার উদ্যোগ নিচ্ছে৷

https://p.dw.com/p/37w3p
ছবি: DW

ফ্রান্সের নাট্যদল ইলোটোপি প্যারিস শহরের কাছে ‘মার্ন’ নদীর উপর ‘আকোয়া ফর্ট’ নামের শো পরিবেশন করছে৷ উদ্ভট স্বপ্নময় জগৎকে মঞ্চে উপস্থাপন করতে যে পানির প্রয়োজন হয়, তা এখানেই আছে৷

দর্শকদের মধ্যে কেউ বলেন, কখনো এমন অসাধারণ অভিজ্ঞতা হয়নি৷ রংয়ের বর্ণচ্ছটা পরস্পরের সঙ্গে মিশে গেলেও এক অসাধারণ সামগ্রিক চিত্র তুলে ধরছে৷ শিশুরাও আলো ও আগুনের খেলা দেখে মুগ্ধ৷ শো-র পরিবেশ স্বপ্নের মতো৷

‘আকোয়া ফর্ট’ শো আসলে এক ব্যক্তির কাহিনি, একদিন সকালে যাঁর দৈনন্দিন জীবন ওলটপালট হয়ে গেছে৷ তিনি যা-ই ভাবছেন বা পড়ছেন, আচমকা তা বাস্তবে পরিণত হচ্ছে৷ ইলোটোপি গোষ্ঠীর নাট্য পরিচালক দোমিনিক নোয়েল বলেন, ‘‘আমাদের শো-তে সমাজের এমন এক দৃষ্টিকোণ তুলে ধরা হয়, যা একই সঙ্গে কাব্যময় ও সমালোচনামূলক৷’’

৩০ সদস্যের এই গোষ্ঠীর মধ্যে প্রযুক্তিবিদ, সংগীতশিল্পী, অভিনেতা ও অ্যাক্রোব্যাট শিল্পী রয়েছেন৷ ২০০৪ সাল থেকে এই গোষ্ঠী পানির উপর শো করে আসছে৷ দোমিনিক বলেন, ‘‘পানির উপর শো তার নিজস্ব গুণেই বেশ জমকালো হয়ে ওঠে৷ পানির সঙ্গে সবারই কোনো যোগাযোগ রয়েছে৷ দর্শকদের থিয়েটার হলের তুলনায় পানির কাছে আনাও তুলনামূলকভাবে সহজ৷ পানির ব্যাপ্তি ও গভীরতার কারণে এমন এক মাত্রা পাওয়া যায়, থিয়েটার হলে যা সম্ভব নয়৷’’

ভিন্নভাবে নাটকের উপস্থাপন

তবে পানির উপর মঞ্চায়ন বিশাল চ্যালেঞ্জও বটে৷ এই অংশে নদীর স্রোত রয়েছে৷ অভিনেতারা ভাসমান দ্বীপের উপর দাঁড়িয়ে অভিনয় করেন৷ গোটা প্রক্রিয়া তাই আগেই পরীক্ষা করে দেখতে হয়৷ কিছু দ্বীপে নৌকার ইঞ্জিন বসানো রয়েছে, অন্যগুলি ব্যাটারিতে চলে৷ পা দিয়ে দ্বীপগুলি চালনা করা হয়৷

ফরাসি অভিনেতা ভ্যাঁসঁ স্যাঁ লুব্যার এই শো-তে তিন-তিনটি ভূমিকায় অভিনয় করেন৷ তাঁকে দেখলে মনে হয়, তিনি যেন পানির উপর সাইকেল চালাচ্ছেন৷ ভ্যাঁসঁ বলেন, ‘‘আলোকসজ্জা এখান থেকে নিয়ন্ত্রণ করি৷ সঙ্গে আরো কস্টিউম থাকে, নাটকের সময় পানির উপরই জামাকাপড় বদলাতে হয়৷ সামনে ও পেছন দিকে যেতে স্টিয়ারিংয়ের সঙ্গে অ্যাক্সিলারেটরও রয়েছে৷ তবে একই সঙ্গে শো-র বাকি অভিনেতাদের গতিবিধির উপরেও নজর রাখতে হয়৷’’

ইলোটোপি গোষ্ঠী শুধু পানির উপর নয়, সাধারণ নাটকের মঞ্চেও সক্রিয় রয়েছে৷ তাছাড়া রাজপথ ও নানা উন্মুক্ত জায়গায়ও তারা নাটক পরিবেশন করে৷ ইলোটোপির প্রতিষ্ঠাতা ও শো-র পরিচালক ব্রুনো শ্নেবেল্যাঁর কাছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তিনি বলেন, ‘‘শিল্পকলা সবার নাগালে নিয়ে আসাই ছিল মূল আইডিয়া৷ পুরানের গল্প উন্মুক্ত জায়গায় পরিবেশন করতে চেয়েছিলাম৷ সবার কাছে শিল্প পৌঁছে দেওয়া সম্ভব, কারণ তা বিনামূল্যে করা হচ্ছে৷ এর মাধ্যমে আমরা শুধু বুদ্ধিজীবী নয়, সবার কাছে পৌঁছতে পারছি৷ এমনকি যারা থিয়েটার দেখতে যান না, তাঁদেরও কাছে পাচ্ছি৷’’

‘আকোয়া ফর্ট’ শুধু হালকা মেজাজের রঙিন শিল্পসৃষ্টি নয়৷ সমুদ্রের উপর শরণার্থীদের পরিস্থিতির মতো সমসাময়িক বিষয়গুলিও তাতে উঠে আসে৷

কিয়র্স্টিন শুমান/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান