1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চার্চের প্রহরীকে কুপিয়ে জখম

১০ মার্চ ২০১৭

বাংলাদেশের পাবনায় একটি গির্জার প্রহরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে একদল যুবক৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে পাবনার হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ৷

https://p.dw.com/p/2YwHu
Symbolbild Mann mit Messer
ছবি: gebphotography - Fotolia.com

পাবনা জেলার উত্তর-পশ্চিমাঞ্চলের মথুরাপুরের ঐ গির্জায় শুক্রবার রাতে পাহারায় ছিলেন ৬৫ বছরের গিলবার্ট কস্টা৷ ভোর চারটার দিকে হঠাৎ তাঁর উপর হামলা চালায় একদল যুবক৷ স্থানীয় পুলিশ প্রধান আহসান হাবিব বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘‘ধারালো চাকু দিয়ে উপর্যুপরি কোপানো হয় তাঁকে৷ পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ফেলে চলে যায় যুবকরা৷ হাসপাতালে চিকিৎসাধীন কস্টার অবস্থা বর্তমানে স্থিতিশীল৷’’ হাবিব জানান, কস্টা যে গ্রামে থাকেন সেখানে অভিযান চালিয়ে তারা তিন যুবককে আটক করেছে৷

এটি কোনো ইসলামি জঙ্গিগোষ্ঠীর কাজ কিনা এ প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, তারা এ হামলার ব্যাপারে তদন্ত শুরু করেছেন৷ তবে এটা ব্যক্তিগত আক্রোশ থেকেই করা হয়েছে বলে মনে করছেন তারা৷ তিনি আরো বলেন, কস্টা এবং তাঁর আত্মীয়রা হামলাকারীদের শনাক্ত করেছেন এবং জানিয়েছেন যুবকদের সঙ্গে তাঁদের ঝামেলা চলছিল৷ তাই এর সাথে জঙ্গিবাদের কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছেন আহসান হাবিব৷

তবে খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ সম্প্রতি কয়েক বছরে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে৷ গতবছরের ১০ জুন পাবনায় অনুকূল চন্দ্র ঠাকুরের সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডেকে (৬০) কুপিয়ে হত্যা করা হয়৷ কয়েকটি ঘটনার দায় স্বীকার করেছে আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠন৷

তবে সরকারের পক্ষ থেকে ওই দাবি নাকচ করে বরাবরই বলা হয়েছে, বাংলাদেশে বাইরের কোনো জঙ্গি গোষ্ঠীর অস্তিত্ব নেই

এপিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য