1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাবনা মানসিক হাসাতালের মহিলা ওয়ার্ডের ভয়াবহ চিত্র

১২ ফেব্রুয়ারি ২০১৯

পাবনা মানসিক হাসপাতালের মহিলা ওয়ার্ডের রোগীদের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷ সেখানকার চিকিৎসারত নারীরা আকুতি জানাচ্ছেন যে তাঁরা সুস্থ এবং তাই তাঁদের যাতে মুক্ত করা হয়৷

https://p.dw.com/p/3DBSj
Bangladesch Mental Hospital, Pabna
ছবি: imago/UIG

পাবনা মানসিক হাসপাতাল নিয়ে বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন সময় একটি বা একাধিক প্রতিবেদন হয়েছে, যেখানে তুলে ধরা হয়েছে সেখানকার সার্বিক পরিস্থিতির কথা৷ কিন্তু এবার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে নিজেদের স্বার্থ হাসিল করতে পরিবারের লোকজন মহিলাদের মানসিক রোগী বানিয়ে হাসপাতালে পাঠাচ্ছেন৷ ফেসবুকে এক ব্যক্তির ধারণ করা ভিডিওতে এমন চিত্র উঠে এসেছে, যেখানে পাবনা মানসিক হাসপাতালের কয়েকজন নারী আকুতি জানিয়েছেন তাঁদের মুক্ত করে স্বজনের কাছে ফিরিয়ে দেয়ার৷

নাসির উদ্দীন নামে এক ব্যক্তি তার ফেসবুক পাতায় ভিডিওটি পোস্ট করেছেন রবিবার, যা এখন পর্যন্ত দেখা হয়েছে ২ লাখ ১৪ হাজার বার৷ শেয়ার হয়েছে ৮ হাজার বার৷

এপিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য