1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পার্কের ২৫ লাখ ডলার জরিমানা

২৯ সেপ্টেম্বর ২০২০

রাইড ছিঁড়ে পড়ে চার জন নিহতের ঘটনায় অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় থিম পার্ক ড্রিমওয়ার্ল্ডকে পঁচিশ লাখ ডলার জরিমানা করেছে আদালত৷

https://p.dw.com/p/3j8k2
ছবি: Darren England/AAP/Imago Images

২০১৬ সালের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে অস্ট্রেলিয়ার বৃহত্তম এই পার্কে দুর্ঘটনায় চার জন নিহত হন৷ গণমাধ্যমের খবরে বলা হয়, দুর্ঘটনায় পার্কটির একটি রাইড ভেঙে দু’ টুকরো হয়ে পড়ে৷ এ সময় রাইডটিতে থাকা দুই শিশু দুরে ছিটকে পড়ে৷ আর রাইডটির ভাঙা অংশের নীচে চাপা পড়ে চারজন নিহত হন৷ তবে আহত শিশু দুটি পরে সুস্থ হয়ে ওঠে৷    

এ ঘটনায় কুইন্সল্যান্ড রাজ্য কর্তৃপক্ষ পার্ক মালিক আর্ডেন্ট লেইজারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে৷ মামলায় পার্কে নিরাপদ যন্ত্রপাতি, পর্যাপ্ত নজরদারি ও প্রশিক্ষিত কর্মী রাখতে ব্যর্থতার অভিযোগ আনা হয় আর্ডেন্টের বিরুদ্ধে৷

আর সবকটি অভিযোগ প্রমাণিত হলে আদালত এ জরিমানার আদেশ দেয়৷ 

আর্ডেন্ট লেইজার অস্ট্রেলিয়ার একজন ব্যবসায়ী৷ তিনি হোয়াইটওয়াটার ওয়ার্ল্ড নামে একটি সিনেমা হল ও ৭৭ তলা একটি ভবনের মালিক৷

আরআর/এসিবি (ডিপিএ)