1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাল্টা আক্রমণ চালাচ্ছে গাদ্দফি – গৃহযুদ্ধের আশংকা

৭ মার্চ ২০১১

মুয়াম্মার গাদ্দাফির বাহিনী বিদ্রোহীদের ওপর পাল্টা আক্রমণ চালিয়েছে৷ কোন অবস্থাতেই যেন টিউনিশিয়া বা মিশরের মত পরিস্থিতি লিবিয়াতে না আসে, সেদিকেই নজর রাখা হচ্ছে৷

https://p.dw.com/p/10UT4
ছবি: dapd

বিদ্রোহীরা যে সব শহর দখল করে রেখেছে সেই সব শহরকে লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে৷ লিবিয়ার তেল উত্তোলনকারী শহর রাস লানুফের বাসিন্দারা আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছে৷ যে কোন সময় তাদের ওপর সরকার হামলা করতে পারে - এমন আশংকা করছে তারা৷ তাই রাস লানুফ ছেড়ে চলে যেতে ব্যস্ত সবাই৷ গাড়ি, লড়ি ট্রাক বোঝাই করে মালপত্র নিয়ে সবাই পালিয়ে যাচ্ছে৷ বিদ্রোহীরা জানিয়েছে, তারা আরো আগেই অস্ত্রশস্ত্র অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে৷ মরুভূমিও বাদ যায়নি৷ সেখানেও অস্ত্র লুকানো হয়েছে৷

রাস লানুফ রাজধানী ত্রিপোলি থেকে ৬৬০ কিলোমিটার দূরে অবস্থিত৷ এর পাশের শহর বিন জাওয়াদ শহর থেকে বিদ্রোহীরা সরে আসতে বাধ্য হয়৷ সরকারের আক্রমণে তারা কিছুতেই টিকে থাকতে পারেনি৷

Libyen Unruhen Gaddafi März 2011
গাদ্দাফি সমর্থকদের উল্লাসছবি: dapd

রয়টার্সকে এক বিদ্রোহী জানায়, ‘‘আমরা শুনেছি আমাদের ঘাঁটিগুলোর ওপর বোমা হামলা চালানো হবে৷ একারণেই আমরা সব অস্ত্র সরিয়ে ফেলতে বাধ্য হয়েছি৷'' আরেক জন জানায়,‘‘আমরা মরুভূমিতেই অস্ত্রগুলো লুকিয়ে রেখেছি৷''

রাস লানুফে গাদ্দাফি বাহিনী ইতিমধ্যেই ট্যাঙ্ক, জঙ্গি বিমান এবং হেলিকপ্টার নিয়ে তেলের খনিগুলোর কাছে অবস্থান নিয়েছে৷ মোমেন মাহম্মদ নামক একজন ভীত হয়ে জানান, ‘‘গাদ্দাফি আমাদের টুকরো টুকরো করে ফেলবে৷ আমাদের ওপর ট্যাঙ্ক এবং প্লেন থেকে গুলি ছোড়া হবে৷ আমি বুঝতে পারছি না আমাদের কী করা উচিৎ৷ কোথায় যাওয়া উচিৎ৷''

আরেকটি বিদ্রোহী দল প্রতুস্তি নিচ্ছে মরুভূমিতে৷ বিন জাওয়াদ শহরটিকে পুনরায় দখলের চেষ্টা করছে এই বিদ্রোহী দলটি৷

গাদ্দাফির জন্ম সির্ত শহরে৷ বিদ্রোহী কমান্ডাররা জানিয়েছে গাদ্দাফির বাহিনীর সির্তে অবস্থান নিয়েছে৷ প্রায় কুড়ি হাজার সেনা সেখানে অবস্থান করছে৷ কুড়ি হাজার সেনার মধ্য রয়েছে অন্তত চারটি ব্রিগেড৷ যে ব্যাটেলিয়ন সেখানে রয়েছে তার নাম সা'দী ব্যাটেলিয়ন৷ গাদ্দাফির এক পুত্রের নাম সা'দী৷ তার নামেই নামকরণ করা হয়েছে এই ব্যাটেলিয়নের৷

এদিকে রাজধানি ত্রিপোলিতে গাদ্দাফি সমর্থকরা গাদ্দাফির ছবি নিয়ে মিছিল বের করে৷ তারাও সশস্ত্র ছিল৷ ফাঁকা গুলি ছুড়ে তারা গাদ্দাফির প্রতি সমর্থন জানিয়েছে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান