1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাহাড়ে, জঙ্গলে, সবুজের মধ্যে জার্মানদের ঘুরে বেড়ানো

২ সেপ্টেম্বর ২০১০

জার্মানদের পাহাড়-জঙ্গল আর সবুজের মধ্যে ঘুরে বেড়নোর কথা ইউরোপের প্রতিটি দেশের মানুষই কম বেশি জানে৷ এই ঘুরে বেড়ানোকে প্রতিবছর বেশ জাঁকজমকের সঙ্গে পালন করা হয়৷ বেছে নেওয়া হয় বিশেষ একটি দিনকে৷

https://p.dw.com/p/P2NP
পাহাড়-জঙ্গলে ঘুরে বেড়নোর জন্য জার্মানদের প্রিয় এই জুতো বা ‘ভান্ডার শু’ছবি: picture-alliance/dpa

এ বছরের ৫ থেকে ৯ই আগস্ট এই ঘুরে বেড়ানোর ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জার্মানরা৷ নাম – ‘ডয়চে ভান্ডারটাগ'৷ উৎসব পালন করা হয়েছে বাডেন-ভুর্টেমব্যার্গ রাজ্যের ব্ল্যাক ফরেস্টে৷ এসেছিল প্রায় ৫০ হাজার মানুষ৷ এরা সবাই মাঝে মধ্যে হাঁটতে হাঁটতে হারিয়ে যায় পাহাড়ে, গভীর জঙ্গলে – চলে যায় সবুজ প্রকৃতির একেবারে কাছাকাছি৷

Flash-Galerie Wandern in Deutschland 110. Deutscher Wandertag Rheinsteig
জার্মানরা হাঁটতে হাঁটতে হারিয়ে যায় পাহাড়ে, গভীর জঙ্গলে – চলে যায় সবুজ প্রকৃতির একেবারে কাছাকাছিছবি: Projektbüro Rheinsteig

এ বছরের উৎসবে শুধু জার্মান নয় আশেপাশের দেশ থেকেও এসেছে অনেক মানুষ – যারা প্রকৃতিকে ভালবাসে, যারা প্রকৃতির কাছাকাছি থাকতে পছন্দ করে৷ কেউ দল বেঁধে ঘোরে, কেউ একা, কেউ আবার পুরো পরিবারসহ বেরিয়ে পড়ে৷ সপ্তাহের পর সপ্তাহ চলে এই সবুজের মধ্যে পথ চলা৷ নেই কোন ক্লান্তি, নেই কোন অবসাদ৷

এর মাঝে রয়েছে দল বেঁধে ঘোরা, খেলাধুলার জন্য ঘুরে বেড়ানো, নর্ডিক ওয়াকিং, শুধু রাতে ঘোরা অর্থাৎ রাতের অন্ধকারে হারিয়ে যাওয়া আর খালি পায়ে মাইলের পর মাইল মাঠ-ঘাট পেরিয়ে এগিয়ে যাওয়া৷

Flash-Galerie Wandern in Deutschland 110. Deutscher Wandertag Fichtelgebirge
সপ্তাহের পর সপ্তাহ চলে সবুজের মধ্যে পথ চলা৷ নেই কোন ক্লান্তি, নেই কোন অবসাদছবি: Andreas Hub

প্রতিবছর প্রায় চার কোটি জার্মান পাহাড়-জঙ্গলে এই ঘোরা-ঘুরিতে বেরিয়ে পড়ে৷ এই ধরণের প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার একটি সমিতিও রয়েছে৷ সেই সমিতির প্রধান হান্স উলরিশ রাউখফুস৷ তাঁর মতে, ‘‘আমি মনে করি এই উদ্দেশ্যহীন হাঁটা-হাঁটির মধ্যে অনেক কিছু জড়িত৷ মানুষ জানতে পারে, খুব কাছ থেকে দেখতে পারে প্রকৃতি কত সুন্দর, কত সবুজ৷ আর্থিকভাবেও অনেকেরই অনেক সাশ্রয় হয়৷ দূরে কোথাও টাকা-পয়সা খরচ করে বেড়াতে যাওয়ার প্রয়োজন নেই৷ এখানেই, বাড়ির পাশেই, পাহাড়ে, দিনের পর দিন হেঁটে সময় কাটানো যায়৷ এই মুহূর্তে পাহাড়ে-বনে-জঙ্গলে ঘুরে বেড়ানো সমাজে সত্যি প্রবেশ করেছে৷ মানুষ সাদরে গ্রহণ করেছে৷'

Flash-Galerie Wandern in Deutschland 110. Deutscher Wandertag Fränkische Schweiz
মানুষ খুব কাছ থেকে দেখতে পারে প্রকৃতি কত সুন্দর, কত সবুজছবি: Andreas Hub

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ