1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাইরাল হলো পিচ ঢালাইয়ের ভিডিও

১১ জানুয়ারি ২০১৭

নির্দিষ্ট করে বললে এই প্রতিবেদন লেখার সময় ‘শায়ার অফ মুরা' শহর কর্তৃপক্ষের ফেসবুক পাতায় ভিডিওটি দেখা হয়েছে এক কোটি ৪৭ লক্ষ বারের বেশি৷ কিন্তু কী আছে ঐ ভিডিওতে?

https://p.dw.com/p/2VbyS
Straßenbau Deutschland
ছবি: imago/Jochen Tack

কয়েকটি ট্রাক একটি রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ করছে৷ ড্রোনের সাহায্যে উপর থেকে সেই দৃশ্য ভিডিও করা হয়েছে৷ এরপর মাসখানেক আগে ভিডিওটি ফেসবুক পাতায় শেয়ার করে পশ্চিম অস্ট্রেলিয়ার ছোট্ট জেলা ‘শায়ার অফ মুরা’ কর্তৃপক্ষ৷ উদ্দেশ্য ছিল, রাস্তা কীভাবে পিচ ঢালাই করা হয় সেটি শহরের বাসিন্দাদের দেখানো৷ প্রত্যন্ত ঐ এলাকায় বাস করেন মাত্র আড়াই হাজার মানুষ৷

ভিডিওটি যে এত মানুষ দেখবে সেটি কর্তৃপক্ষও ভাবেনি৷ শায়ার অফ মুরার প্রধান নির্বাহী অ্যালেন লেসন বলেন, ‘‘ক্রিসমাসের সময় ভিডিওটি অনেকবার দেখা হয়৷ বোধ হয় পাঁচ হাজার বারের মতো, যা আমরা অনুমান করেছিলাম৷ কিন্তু নববর্ষ আসতে আসতে দেখি সংখ্যাটা অনেক বেড়ে গেছে৷ প্রথমে ভেবেছিলাম, হয়ত আমরা হ্যাকিংয়ের শিকার৷ তাই সব পরীক্ষা করে নিশ্চিন্ত হই যে, হ্যাকিংয়ের ঘটনা ঘটেনি৷’’

লেসন বলেন, ‘‘আমি ভিডিও করার জন্য বলেছিলাম, কারণ, অনেক মানুষ জানে না কীভাবে রাস্তায় পিচ ঢালাই করা হয়৷’’

ভিডিওটি ফেসবুকে শেয়ারের সময় শহর কর্তৃপক্ষ জানায়, মাত্র দুই দিনে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে৷

জেডএইচ/এসিবি (ডাব্লিউএটুডে)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান