1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পিপলি লাইভ’এর প্রতিবাদে মাঠে নেমেছে কৃষক

১৯ আগস্ট ২০১০

বলিউড অভিনেতা আমির খানের প্রযোজনায় নির্মীত ছবি ‘পিপলি লাইভ’ মুক্তি পেয়েছে৷ আর মুক্তির পরপরই ছবিটি নিয়ে একদিকে যেমন ভালো ছবি বলে প্রচারণা এবং ধন্যবাদ শুনতে হচ্ছে আমিরদের, সঙ্গে ভৎসনা আর প্রতিবাদের মুখোমুখিও হচ্ছেন তাঁরা৷

https://p.dw.com/p/OrQu
‘পিপলি লাইভ’এর একট দৃশ্যছবি: Aamir Khan Productions

ভারতে একজন কৃষকের আত্মহত্যার ঘটনাকে গণমাধ্যম ও রাজনীতিকরা কীভাবে ভিন্ন খাতে প্রবাহিত করছে, সেটাই হচ্ছে ‘পিপলি লাইভ'এর কাহিনী৷ প্রথমবারের মত পরিচালনায় নতুন পরিচালক অনুষা রিজভি৷

মহারাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা এই কাহিনীর প্রতিবাদ করেছেন৷ তাঁরা বলছেন, এই ছবির কাহিনীতে তাঁদের সঙ্গে তামাশা করা হয়েছে৷ সেই সঙ্গে কৃষকদের অপমান এবং অসন্মানও করা হয়েছে৷ ভারতে অনেক কৃষক আত্মহুতি দিয়েছেন, প্রতিবাদে, দুঃখে৷ সরকারের কাছ থেকে অর্থ পাবার জন্য নয়৷

প্রতিবাদকারীদের সঙ্গে যোগ দিয়েছেন রাজনীতিবিদরাও৷ আর সব মিলিয়ে একে বড় ধরণের একটি আন্দোলন হিসাবে গড়ে তুলতে চাইছেন তাঁরা৷ প্রতিবাদকারীরা তাঁদের দাবির কথাটি স্পষ্ট ভাষায় বলেছেন৷ আর তা হলো, এই ছবি প্রদর্শন দেশে এবং বিদেশে নিষিদ্ধ করতে হবে৷ সেই সঙ্গে ভারতীয় ফিল্ম সেন্সর বোর্ড এই ছবির মুক্তির জন্য ছাড়পত্র দেয়ায়, তাদেরকেও ক্ষমা চাইতে বলেছেন এই প্রতিবাদীরা৷ অবশ্য বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি আমির খান, ছবিটির পরিচালক অথবা আমিরের প্রযোজনা প্রতিষ্ঠান৷ দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়৷

এদিকে, ভারতীয় পত্র-পত্রিকাগুলো জানাচ্ছে, গত শুক্রবার মুক্তির পর এ পর্যন্ত আমিরের নতুন ছবি ‘পিপলি লাইভ' প্রায় ১৬ কোটি ভারতীয় টাকা আয় করেছে৷ অথচ এই ছবিটি তৈরি করতে নাকি মোট পাঁচ কোটি টাকার বেশি খরচই হয়নি আমির খানের৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: দেবারতি গুহ