1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পিলখানায় সেনা কর্মকর্তা হত্যা মামলা আমলে নিয়েছে আদালত

৫ জানুয়ারি ২০১১

বুধবার থেকে শুরু হয়েছে পিলখানা বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যার বিচার৷ ঢাকা কেন্দ্রীয় কারগারের কাছে আলিয়া মাদ্রাসার মাঠে একতলা ভবনের অস্থায়ী আদালতে দুপুর দেড়টা পর্যন্ত বিচার কাজ চলে৷

https://p.dw.com/p/zttQ
Getting, down, prison, van, court, ground, Trial, criminal, cases, BDR, Mutiny, Bakshibazar, Dhaka, 824, people, accused, Pilkhana, Bangladesh, Trial, অস্থায়ী , পিলখানা, সেনা, কর্মকর্তা, হত্যা, মামলা, আদালত, হাজির, আসামি,
অস্থায়ী আদালতে হাজির করা হচ্ছে আসামিদেরছবি: Harun Ur Rashid

২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি বাংলাদেশে বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন৷ প্রায় দু'বছর পর শুরু হল সেই হত্যা মামলার বিচার৷ দায়রা জজ জহিরুল হক মামলার বিচারক হিসেবে কাজ করছেন৷

Bangladesch Meuterei
অস্থায়ী আদালতের কাছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাছবি: Harun Ur Rashid

এই মামলায় মোট আসামি ৮২৪ জন৷ এর মধ্যে ২১ জন পলাতক এবং ২ জন মারা গেছেন৷ আদালতে ৮০১ জন আসামিকে হাজির করা হয়৷ সাক্ষী ১ হাজার ৩শ'র বেশি৷

আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালত ভবনে আসামিরা গ্রিল দেয়া ঘরে বসেন৷ বিচারকের এজলাস গ্রিলের ওপারে৷ বিচারক কথা বলেন লাউড স্পিকারে৷ নিরাপত্তার জন্য আর্চওয়ে গেট বসানো হয়ছে৷ আছে ব়্যাব ও পুলিশ৷

সকাল সাড়ে ১০টায় আদালত বসে৷ তার আগেই সব আসামিকে কড়া নিরাপত্তায় অস্থায়ী আদালতে আনা হয়৷ মামলার প্রধান আসামি বিডিআরের ডিএডি তৌহিদ এবং বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুসহ ৭০ জন আসামির পক্ষে জামিন আবেন জানানো হয়৷ আদালত জামিন নামঞ্জুর করেন৷ আদালত এর আগেই আসামিদের হাজিরা সম্পর্কে নিশ্চিত হয়ে হত্যা এবং অস্ত্র আইনের মামলা দু'টি আমলে নেন৷ ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত বিচারকাজ মুলতুবি করা হয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান