1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পিয়ানো বাজালেন পুটিন

১৬ মে ২০১৭

তাঁর অনেক রূপই আগে দেখেছেন সবাই৷ তবে ভ্লাদিমির পুটিন পিয়ানোও বাজাতে পারেন, এটা হয়ত অনেকেরই জানা ছিল না৷ চীনে তা-ও করে দেখালেন রুশ প্রেসিডেন্ট৷

https://p.dw.com/p/2d1kX
Rußland Präsident Putin am Klavier
ছবি: picture-alliance/dpa

রবিবার বেইজিংয়ে আবার তাক লাগালেন ভ্লাদিমির পুটিন৷ আগে তো রুশ প্রেসিডেন্টকে কখনো ঘোড়া চালাতে দেখে, কখনো বিমান চালাতে দেখে, আবার কখনো বৈকাল হৃদ বা কৃষ্ণ সাগরে ডাইভ দিতে দেখে অবাক হয়েছেন অনেকে৷ সাবেক কেজিবি প্রধানের সেই ছবি তখন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম৷ এবার পিয়ানো বাজিয়ে অবাক করলেন পুটিন৷

সেদিন এক সম্মেলনে চীনের নতুন সিল্ক রোড নিয়ে কথা বলার পর রাষ্ট্রীয় ভবন দিয়াউতাই-এ গিয়ে শি জিনপিংয়ের জন্য অপেক্ষা করছিলেন পুটিন৷ কিন্তু কিছুই না করে কি বসে থাকতে পারেন সারা বিশ্বে প্রভাব বিস্তারের দিক থেকে অনেকের বিবেচনায় মার্কিন প্রেসিডেন্টকেও পেছনে ফেলা পুটিন? পিয়ানো দেখতেই চট করে বসে পড়লেন৷ তারপর শুরু হলো সুর তোলা৷ একে একে নাকি অনেকগুলো কর্ড বাজিয়েছেন ৬৪ বছর বয়সি রুশ নেতা৷ সোভিয়েত ইউনিয়ন আমলে মস্কো এবং সেন্ট পিটার্সবার্গকে নিয়ে গাওয়া হতো এমন কিছু গানের সুরও বাজিয়েছেন তিনি৷ তার পিয়ানো বাজানোর দৃশ্যের এই ভিডিও এখন ভাইরাল৷

এসিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য