পুনরএকত্রীকরণ | পাঠক ভাবনা | DW | 04.10.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

পুনরএকত্রীকরণ

গতকাল জার্মানরা পালন করেছে জার্মানির পুনরএকত্রীকরণ দিবস, এজন্য আমরাও খুশি৷ বাংলা অনুষ্ঠানের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানতে পেরে ...

আমরাও গর্ববোধ করছি৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে ৷ ফরিদুজ্জামান, ইয়ূথ রেডিও লিসনার্স ক্লাব, আলফাডাঙ্গা, ফরিদপুর, বাংলাদেশ৷

ইভটিজিং সম্পর্কে ডয়চে ভেলে থেকে প্রতিবেদন প্রচারিত হয়েছে এবং সরকারও ইদানীং বিষয়টি নিয়ে সোচ্চার৷ কিন্তু আমি মনে করি, অশালীন পোশাকের কারণে মেয়েরাও দায়ী৷ আর নারী নির্যাতন? আমি মনে করি, এর উৎস নারীরাই৷ কারণ নারীরাই নারীর শত্রু৷ কারণ যৌতুকের দাবি কিংবা নতুন বউয়ের সাথে ঝগড়া প্রথম শাশুড়ী বা ননদরাই করে৷ শ্বশুর বা দেবর করেনা৷ অথচ পুরুষকে দায়ী করা হয়৷ এ বিষয়ে আগামী কোন মোনালিসা পর্বে কয়েকজন নববধুর সাক্ষাৎকার প্রচারের দাবি রইলো৷ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, গোয়ালু ডি-এক্স রেডিও লিসনার্স ক্লাব, পূর্ব গোয়ালু, বুড়িরহাট ফার্ম, রংপুর, বাংলাদেশ৷

সুপ্রিয় বন্ধুরা, আমরা যে শুধু আপনাদের বেতার কিংবা ওয়েবসাইট নিয়েই ব্যস্ত থাকি তা কিন্তু নয়৷ এসবের পাশাপাশি আমরা ক্লাবের পক্ষ থেকে স্থানীয় এলাকার বিভিন্ন রকম সামাজিক উন্নয়ন ও সেবামূলক কাজ কর্মও করে থাকি৷ গত ১৫তারিখ হতে সপ্তাহব্যাপী আমরা ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপন অভিযান কর্মসূচির আয়োজন করে ছিলাম৷ আমরা রাস্তার পাশে এবং পতিত জমিতে বিভিন্ন প্রজাতির মোট পাঁচ হাজার গাছের চারা রোপণ করেছি আর দুই হাজার চারা জনগণের মাঝে বিনামূল্যে বিতরণ করেছি৷ এটিই ছিল আমাদের ক্লাবের ২০১০ সালের একটি কর্মসূচি৷ মোখলেসুর রহমান, বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল, কুষ্টিয়া, বাংলাদেশ৷

আজকের সকালের অনুষ্ঠানে বিশ্বসংবাদ, বাংলাদেশ প্রসঙ্গ এবং দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম শুনলাম, খুব ভালো লাগলো৷ দিপীকা চৌধুরী, ঘুরকা, সিরাজগঞ্জ, বাংলাদেশ৷

প্রায় তিনমাস যাবত মুঠোফোনের মাধ্যমে আপনাদের আকর্ষণীয় এফএম ব্যান্ডের অনুষ্ঠান শুনছি৷ সার্বিক অনুষ্ঠানমালা আমার ভালো লাগে এবং শিক্ষণীয়৷ আপনাদের কাছে এসএমএস করে কোন সাড়া পাইনি তাই কিছুটা হলেও নিরাশ হয়েছি৷ কিন্তু আশা হারাইনি৷ আশাকরি ডাকে পাঠানো আমার এই চিঠিখানি আপনাদের মনোযোগ আকর্ষণে সক্ষম হবে৷ আব্রাহাম এক্কা, তাজনগর, বলদিপুকুর, রংপুর, বাংলাদেশ৷

ডয়চে ভেলের প্রতিটি পরিবেশনা আমার খুব ভালো লাগে তাই সকল কর্মীকে ১০০৯টি বেলী ফুলের শুভেচ্ছা জানাচ্ছি৷ নুরুজ্জামান হোসেন রিপন, জন মৃন্ময় মজুমদার, হরি শঙ্কর, মীরবাগ, কাউনিয়া, রংপুর, বাংলাদেশ৷

দিল্লি কমনওয়েল্থ গেমস নিয়ে বিশেষ প্রতিবেদন খুব ভালো লেগেছে৷ সালাউদ্দিন ডলার, গ্লোবাল ডয়চে ভেলে ফ্যান ক্লাব, চৌমহূনী, রাজশাহী, বাংলাদেশ৷

আমি ডয়চে ভেলের নতুন শ্রোতা৷ মোবাইলে ডয়চে ভেলের অনুষ্ঠান শুনতে খুব ভালো লাগে৷ বিজ্ঞান ডটকম বেশ ভালো লাগে৷ কুশুম রংপুর, বাংলাদেশ৷

আমি মোবাইলের মাধ্যমে আপনাদের এফএম ব্যান্ডের অনুষ্ঠান শুনি, শ্রবণমান অত্যন্ত ভালো৷ অনুষ্ঠানসূচি পাঠাবেন৷ রেজাউল করিম, কাপাশিয়া, চৌমহুনী, রাজশাহী, বাংলাদেশ৷