1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজিং বাধ্যতামূলক করতে চায় জার্মানি

২২ নভেম্বর ২০২০

পরিবেশ সুরক্ষায় জার্মানির ক্যাফে, রেস্তোরাঁয় পুনরায় ব্যবহারযোগ্য প্যাকেজিং ব্যবহার বাধ্যতামূলক করতে চান পরিবেশমন্ত্রী সেভেঞ্জা শুলজে৷

https://p.dw.com/p/3lfcI
জার্মানর বার্লিন শহর
ছবি: imago images/epd

অপ্রয়োজনীয় বর্জ্য এড়াতে তিনি ক্যাটারিং সার্ভিসের জন্য ক্যাফে এবং রেস্তোরাঁগুলোতে ডিসপোজেবল পাত্রের পরিবর্তে পুনরায় ব্যবহারযোগ্য পাত্র রাখার কথা বলেছেন৷ গত বৃহস্পতিবার এসডাব্লিউআর রেডিওকে তিনি জানান, ক্যাফে এবং রেস্তোরাঁ একেবারে ছোট, বা কর্মী সংখ্যা তিন জন হলে সেখানে এই নিয়মের ব্যতিক্রম হতে পারে৷

মন্ত্রী বলেন, ‘‘একবার ব্যবহার করলাম আর ছুঁড়ে ফেলে দিলাম, এই মানসিকতায় এখন পরিবর্তন আনতে হবে৷''

আগামীতে জুস, ওয়াইন, কোমল পানীয় ইত্যাদির বোতলও দোকানে ফেরত দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘‘এসব বোতলে যেন কমপক্ষে এক-চতুর্থাংশ পুনর্ব্যবহারযোগ্য বা রিসাইক্লিং প্লাস্টিক পিইটি (পরিবেশবান্ধব প্লাস্টিক) থাকে, তা নিশ্চিত করতে হবে৷’’ তাঁর মতে, পরিবেশ সুরক্ষায় ক্যান ও প্লাস্টিক বোতলের কোনো স্থান নেই৷ তিনি মনে করেন, এসব বোতল ফেরত দিয়ে রিফান্ড পাওয়া গেলে কেউ আর সেগুলো বাইরে ফেলে রাখবেন না৷ বরং রিফান্ড পেতে সকলেই সেগুলো দোকানে ফেরত দিয়ে দেবেন৷

জার্মানির পরিবেশমন্ত্রী সেভেঞ্জা শুলজের পরিকল্পনা অনুযায়ী, ২০২১ সালের গ্রীষ্মে আইনটি কার্যকর হতে পারে৷ তবে তার আগে অবশ্যই মন্ত্রিসভা এবং জার্মান সংসদ বুন্ডেসটাগের এবিষয়ে একমত হতে হবে৷

এনএস/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য