1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশকে মানবাধিকার লঙ্ঘন না করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

৬ জানুয়ারি ২০১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশকে বলেছেন, কোনভাবেই মানবাধিকার লঙ্ঘন করা যাবেনা৷ তিনি বলেছেন গত দু’বছরে দেশে দুর্নীতি কমেছে৷ সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে বের হয়ে উজ্জ্বল হয়েছে দেশের ভাবমূর্তি৷

https://p.dw.com/p/zu5a
নির্দয় রায়ট পুলিশছবি: AP

পুলিশ সপ্তাহ উপলক্ষে বুধবার প্রধানমন্ত্রী তার কার্যালয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বলেন, পুলিশ শান্তি-শৃংখলা রক্ষায় অবশ্যই আইন প্রয়োগ করবে৷ কিন্তু আইন প্রয়োগ করতে গিয়ে যেন মানবাধিকারের লঙ্ঘন না হয়৷ সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়৷ সাধারণ মানুষের বন্ধু এবং সহযোগী হিসেবে পুলিশকে কাজ করতে হবে৷

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের সময়ে গত দু'বছরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে৷ দুর্নীতি কমেছে৷ বাংলাদেশ এখন আর জঙ্গিবাদ ও সন্ত্রাসের কাছে জিম্মি নয়৷ তবে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান সারাক্ষণ খুঁত ধরার চেষ্টা করে৷ কিন্তু তাদের দুর্নীতির খোঁজ নিলে লজ্জা পেতে হয়৷

শেখ হাসিনা পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা বাড়ানোর কথা বলেন৷ বলেন, পুলিশের আইজির মর্যাদা অন্যান্য দেশের পুলিশ প্রধানদের সম মর্যাদায় উন্নীত করা হবে৷

অন্যদিকে বৃহস্পতিবার মহাজোট সরকারের দু'বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৷ সন্ধ্যায় রেডিও এবং টেলিভিশনে এই ভাষণ প্রচার হবে বলে জানা গেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য